ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

পাকিস্তান এনসিএর কোচের দায়িত্ব ছাড়লেন আকরাম

প্রকাশিত: ০১:৪৫ পিএম, ২৬ অক্টোবর ২০১৫

পাকিস্তান ন্যাশনাল ক্রিকেট একাডেমীর (এনসিএ) প্রধান কোচ মোহাম্মদ আকরাম পদত্যাগ করেছেন। চুক্তি শেষ হবার তিন মাস আগেই নিজেকে সরিয়ে নিলেন এই পাকিস্তানি। গত শনিবার পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন আকরাম বলে সোমবার জানায় পাকিস্তানের একটি গণমাধ্যম।

মোহাম্মদ আকরাম ২০১২ সালে এক বছরের চুক্তিতে পাকিস্তান জাতীয় দলের বোলিং কোচ পদে নিযুক্ত হন। পরবর্তীতে পাকিস্তান জাতীয় দলের কোচ হিসাবে ওয়াকার ইউনুস যোগ দিলে তাকে পাকিস্তান ন্যাশনাল ক্রিকেট একাডেমীর প্রধান কোচের দায়িত্ব দেয়া হয়।

আকরাম বর্তমানে ইংল্যান্ডে বসবাস করেন। পাকিস্তানের হয়ে ১৯৯৫-১৯৯৬ এবং ২০০০-২০০১ সালে মোট ৯টি টেস্ট ম্যাচ এবং ২৩ টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি।

আরটি/এসএইচএস/এমএস