ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

‘ওকে ছেড়ে দিন, সব দোষ আমার!’

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১১:০৫ পিএম, ০১ জুলাই ২০২০

‘ওকে ছেড়ে দিন, সব দোষ আমার!’ বিশ্বের নাম্বার ওয়ান টেনিস তারকা নোভাক জকোভিচের পাশে দাঁড়িয়ে এমন মন্তব্যই করলেন সার্বিয়ার প্রধানমন্ত্রী আনা বর্নাবিচ।

নিজের শহর বেলগ্রেড এবং ক্রোয়েশিয়ার জাডারে আদ্রিয়া ট্যুর আয়োজন করার পর জকোভিচসহ তিন টেনিস তারকা এবং তার কোচ গোরান ইভানিসেভিচ করোনাভাইরাসে আক্রান্ত হন। যে কাণে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় বয়ে যায় জকোভিচের নামে। শুধু জোকার নিজেই নয়, তার স্ত্রী জেলেনাও আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে।

চারদিকে যখন জকোভিচের নামে মুন্ডুপাত চলছে, ঠিক সে সময়েই সার্বিয়ার সর্বকালের অন্যতম সেরা ক্রীড়াবিদ জকোভিচের পাশে দাঁড়ালেন তার দেশের প্রধানমন্ত্রী।

বর্নাবিচ জোকারের পাশে দাঁড়িয়ে বলেন, ‘নোভাক চেয়েছিল এই অঞ্চলে ভালো কিছু করতে। রাজনীতি সরিয়ে তরুণ টেনিস খেলোয়াড়দের পাশে দাঁড়াতে চেয়েছিল। সে সঙ্গে মানবিক কারণে অর্থ সংগ্রহ করতে চেয়েছিল এই টুর্নামেন্টের মাধ্যমে।’

এরপরই নিজের ভুল হয়েছে স্বীকার করে সার্বিয়ান প্রধানমন্ত্রী বলেন, ‘আসলে ভুলটা আমার। জকোভিচের নয়। ওই মানুষটাকে ছেড়ে দিন। আমি সম্পূর্ণভাবে নোভাকের পাশে আছি।’

মঙ্গলবার জকোভিচের পাশে দাঁড়িয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সার্বিয়ান ফুটবলার নেমানিয়া মাতিচ। তার কথায়, ‘লোকের বোঝা উচিত, ইংল্যান্ডের চেয়ে সার্বিয়ার পরিস্থিতি ভালো ছিল। ওখানে লকডাউন উঠে সব কিছু খুলে গিয়েছিল। এই টুর্নামেন্টের আগেই একটা ফুটবল ম্যাচ হয়েছিল যেখানে ২০ হাজার দর্শক ছিল। তা নিয়ে তো কেউ কিছু বলছে না!’ সঙ্গে মাতিচ এও বলেন, ‘আমি এটাই বলতে চাই, জকোভিচ এই টুর্নামেন্ট আয়োজন করে আসলে সাহায্যই করতে চেয়েছিল। সে ভুল কিছু করেনি।’

সার্বিয়ায় কয়েক সপ্তাহ আগেই লকডাউনের বিধিনিষেধ উঠে যায়। ফলে জকোভিচ তার ফাউন্ডেশনের মাধ্যমে আদ্রিয়া ট্যুরও আয়োজন করার সুযোগ পান।

টুর্নামেন্টের সময় দেখা যায়, গ্যালারিতে কোনো সামাজিক দূরত্বের বিধি না মেনেই দর্শকরা এসেছেন। টেনিস তারকারাও নিজেদের মধ্যে কখনও ফুটবল, কখনও বাস্কেটবল খেলেছেন।

এরপর সবার আগে জাডার থেকে মোনাকোয় বাড়িতে ফিরে করোনা পজিটিভ হয় গ্রিগর দিমিত্রভের। পরে একে একে আক্রান্ত হন বর্না কোরিক, ভিক্টর ট্রোইস্কি, স্ত্রীসহ জকোভিচ নিজে এবং ইভানিসেভিচ। এই ঘটনার পর জকোভিচ বিবৃতি দিয়ে ক্ষমা চেয়ে নিলেও ব্যাপক নিন্দার মুখে পড়েন।

আইএইচএস/