ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

কক্সবাজারে আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট সোমবার

প্রকাশিত: ০১:০৭ পিএম, ২৫ অক্টোবর ২০১৫

দু’বছর পর সোমবার আবারো মাঠে গড়াচ্ছে কক্সবাজার আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে আট উপজেলা ফুটবল দল।

টুর্নামেন্ট উপলক্ষে ডিএসএ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু।

সোমবার বেলা আড়াইটায় খেলার উদ্বোধন করবেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো. আলী হোসেন। এসময় উন্মুক্ত করা হবে নতুন সংস্কার করা মাঠ এবং গ্যালারি।

ডিএসএ`র সম্পাদক অপু আরো জানান, কক্সবাজারে উপজেলা ফুটবল টুর্নামেন্ট একটি জনপ্রিয় আসর। এই টুর্নামেন্টের মধ্যদিয়ে আবারো সচল হচ্ছে উপজেলা দলগুলো। এবারের আসরের স্পন্সর করেছে সেভেন রিংস সিমেন্ট। সহযোগী হিসেবে রয়েছে নুসরাত এন্টারপ্রাইজ। টুর্নামেন্টে বাজেট ধরা হয়েছে ৩ লাখ ৫৫ হাজার।  

টুর্নামেন্টে কক্সবাজার সদর, রামু, চকরিয়া, টেকনাফ, মহেশখালী, পেকুয়া, উখিয়া ও কুতুবদিয়া উপজেলা দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় বর্তমান চ্যাম্পিয়ন চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থা মোকাবেলা করবে টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার বিপক্ষে।

এবার চ্যাম্পিয়ন দলকে ২৫ হাজার টাকা ও রানার্স আপ দলকে ২০ হাজার টাকা ছাড়াও অংশগ্রহণকারী প্রত্যেক দলকে ৫ হাজার টাকা করে দেয়া হবে। এছাড়াও ‘ম্যান অব দ্যা সিরিজের` জন্যও রয়েছে আকর্ষণীয় পুরস্কার। ৩০ টাকায় টিকেট কেটে খেলা উপভোগ করতে পারবেন ক্রীড়ামোদীরা।  

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও ক্রীড়াবিদ প্রিয়তোষ পাল পিন্টু, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জসীম উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন-সম্পাদক মাহমুদুল করিম মাদু, টুর্নামেন্ট কমিটির সম্পাদক একেএম রাশেদ হোসাইন নান্নু, জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সম্পাদক জসীম উদ্দিন, ফিকশ্চার উপ-কমিটির সহ-সভাপতি রতন দাশ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আলী রেজা তসলিমসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা।  

ডিএসএ’র সহ-সভাপতি ও মাঠ সংস্থা কমিটির আহ্বায়ক জসিম উদ্দিন বলেন, খুব যত্ন করে খেলার মাঠটি তৈরি করা হয়েছে। জাতীয় মানের করা পুনঃসংস্কার মাঠটি টুর্নামেন্ট দিয়ে যাত্রা করবে। পাশাপাশি চালু হবে নব নির্মিত গ্যালারি ও আধুনিক প্রেস বক্স।  

সায়ীদ আলমগীর/আরটি/একে/এমএস