ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

এবার টেনিসে করোনার হানা, বিতর্কে জকোভিচ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৬:১৯ পিএম, ২৩ জুন ২০২০

করোনাভাইরাস রেহাই দিচ্ছে না কোনো অঙ্গনকেই। এবার এই মহামারি ভাইরাস আক্রান্ত হলেন বুলগেরিয়ার টেনিস তারকা গ্রিগর দিমিত্রভ। তবে বিশ্বের ১৯তম টেনিস তারকার এই করোনায় আক্রান্ত হওয়ার জন্য ভক্তরা দায়ী করছেন বিশ্বের এক নম্বর তারকা নোভাক জকোভিচকে। শুধু দায়ী করা নয়, সোশ্যাল মিডিয়ায় রীতিমত সার্বিয়ান তারকাকে ধুয়ে দিচ্ছেন সবাই।

গত রোববার ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করে দিমিত্রভ লিখেছেন, ‘‌মোনাকোয় থাকাকালীন করোনায় আক্রান্ত হয়েছি। এরমধ্যে যারা আমার সংস্পর্শে এসেছে, আমি চাই তারা সবাই টেস্ট করিয়ে নিক। যদি অজান্তে কারও শরীরের ক্ষতি করে থাকি, তাহলে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন বাড়িতে আছি। চিকিৎসা চলছে। তাড়াতাড়ি ঠিক হয়ে উঠব। তোমরাও সুস্থ ও সুরক্ষিত থেকো।’‌

মারিয়া শারাপোভার সাবেক প্রেমিক হিসেবেও গ্রিগর দিমিত্রভের বেশ সুনাম রযেছে। তার করোনা পজিটিভ, এ খবর পাওয়ার পর থেকেই মন খারাপ অনুরাগীদের। অধিকাংশই এর জন্য কাঠগড়ায় তুলছেন নোভাক জকোভিচকে।

এটিপি-ডব্লিউটিএ এবং গ্র্যান্ড স্লাম শুরুর আগে ক্রোয়েশিয়ায় একটি প্রদর্শনী টুর্নামেন্ট আদ্রিয়া ট্যুরের আয়োজন করেন জকোভিচ। করোনা মহামারির মধ্যেও সেখানে সামাজিক দুরত্বের তোয়াক্কা করা হয়নি। গ্যালারি ভর্তি দর্শক নিয়েই কোর্টে নেমেছেন খেলোয়াড়রা। এমনকি ম্যাচ শেষে করমর্দনও করেছেন।

এক কথায়, করোনাকে বুড়ো আঙুল দেখিয়ে একেবারে স্বাভাবিক ছন্দে টুর্নামেন্ট ফেরাতে চেয়েছিলেন জোকার। সেই টুর্নামেন্টেই অংশ নিয়েছিলেন দিমিত্রভ। এমনকি শনিবারও তিনি বোরনা কোরিচের বিরুদ্ধে খেলেন।

রোববার শোনা গেলো, দিমিত্রভ করোনা পজিটিভ হয়েছেন। টেনিসপ্রেমীদের অভিযোগ, জকোভিচের দায়িত্বজ্ঞানহীনতাই বহু মানুষকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। এমন পরিস্থিতিতে তার কোনোভাবেই টুর্নামেন্ট আয়োজন করা উচিত হয়নি।

তবে দিমিত্রভের রিপোর্ট প্রকাশ্যে আসার পরই টুর্নামেন্ট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদ্রিয়া ট্যুরের ফাইনালে রাশিয়ার আন্দ্রে রুবলেভের সঙ্গে খেলার কথা ছিল সার্বিয়ান তারকা জকোভিচের।

আইএইচএস/