ফ্রান্স থেকে করোনা নেগেটিভের সুখবর দিলেন সাঁতারু আরিফ
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) বৃত্তি নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর সাঁতারু আরিফুল ইসলাম উন্নত প্রশিক্ষণের জন্য এখন ফ্রান্সে।
করোনা ভাইরাসের কারণে তাদের ট্রেনিং বন্ধ ছিল দীর্ঘদিন। ফ্রান্সে করোনার প্রভাব কমে যাওয়ায় অনুশীলন শুরুর পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বাংলাদেশের এই প্রতিভাবান সাঁতারু।
জ্বরের সঙ্গে ছিল শরীর ব্যথা, বমি ও কাশি। এসব উপসর্গের পর আরিফ ৪ জুন করোনা পরীক্ষা করতে নমুনা দেন। কিছুক্ষণ আগে আরিফ করোনা টেস্টের রেজাল্ট পেয়েছেন।
ফ্রান্স থেকে ফোনে আরিফ জানান, ‘সেন্টারে আমরা রেজাল্ট জানিয়েছে। তারা এই মাত্র আমাকে খবরটি দিল যে, আমার করোনা নেগেটিভ। আমার রেজাল্টের অপেক্ষায় ছিলেন সবাই। এক সপ্তাহেরও বেশি সময় ধরে তো আমাদের ক্লাবের অনুশীলনই বন্ধ। আমার করোনা নেগেটিভ হওয়ায় আগামীকাল থেকে আবার অনুশীলন শুরু হবে।’
আরিফের বিশ্বাস ছিল, তিনি করোনায় আক্রান্ত হননি। প্রতিভাবানা এই সাঁতারু বলেন, ‘আসলে দীর্ঘদিন অনুশীলন বন্ধ থাকার পর পুলে নেমেছিলাম। বৃষ্টিতেও ভিজেছিলাম। এসব কারণেই আমার ওই সমস্যাগুলো দেখা দিয়েছিল। আল্লাহর অশেষ মেহেরবাণীতে করোনা হয়নি। তবে এখন আরো সাবধানে থাকতে হবে আমাকে।’
আরআই/এমএমআর/পিআর