ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

কোহলির নৈপুণ্যে সিরিজে সমতা ভারতের

প্রকাশিত: ০৯:১১ পিএম, ২২ অক্টোবর ২০১৫

সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচে সিরিজের চতুর্থ ওয়ানডেতে বিরাট কোহলির দুর্দান্ত শতকে সিরিজে ২-২তে সমতা এনেছে স্বাগতিক ভারত। অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের শতকে জয়ের সম্ভাবনা জাগালেও শেষ পর্যন্ত ৩৫ রানের হার নিয়ে মাঠ ছাড়ে প্রোটিয়ারা।

বৃহস্পতিবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে আট উইকেটে ২৯৯ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করে ভারত। জবাবে ৯ উইকেটে ২৬৪ রানে থেমে যায় সফরকারীদের ইনিংস।

দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ১১২ রান করেন ডি ভিলিয়ার্স। তার ১০৭ বলের ইনিংসটি ১০টি চার ও ২টি ছক্কা সমৃদ্ধ। কুইন্টন ডি কক করেন ৩৬ বলে ৪৩ রান। এছাড়া বেহারডিয়েন ২২ ও ফাঙ্গিসো ২০ রান করেন।

৬৮ রানে ৩ উইকেট নিয়ে ভারতের সফলতম বোলার ভুবনেশ্বর। এছাড়া হরভোজন সিং দুটি, মোহিত শর্মা, অমিত মিশ্র ও অক্ষর প্যাটেল একটি করে উইকেট লাভ করেন।

অপরদিকে ভারতে পক্ষে সর্বোচ্চ রান করেন বিরাট কোহলি। কাগিসো রাবাদার করা ৪৯তম ওভারের দ্বিতীয় বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরার আগে ১৩৮ রান করেন তিনি। এটা তার ক্যারিয়ারের ২৩তম ওয়ানডে শতক।

এছাড়া সুরেশ রায়না ৫৩, অজিঙ্ক রাহানে ৪৫ রান করেন। দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন ও কাগিসো রাবাদা তিনটি করে উইকেট দখল করেন। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিরাট কোহলি।

রোববার মুম্বাইয়ের ওয়াংখেরে স্টেডিয়ামে হবে সিরিজ নির্ধারণী ম্যাচটি।

সংক্ষিপ্ত স্কোর
ভারত : ৫০ ওভারে ২৯৯/৮ (কোহলি ১৩৮, রায়না ৫৩, রাহানে ৪৫, রোহিত ২১; রাবাদা ৩/৫৪, স্টেইন ৩/৬১)। দক্ষিণ আফ্রিকা : ৫০ ওভারে ২৬৪/৯ (ডি ভিলিয়ার্স ১১২, ডি কক ৪৩, বেহারডিয়েন ২২, ফাঙ্গিসো ২০; ভুবনেশ্বর ৩/৬৮, হরভজন ২/৫০)।

বিএ

আরও পড়ুন