ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সোহাগ গাজির ঘূর্ণিতে বরিশালের নাটকীয় জয়

প্রকাশিত: ০২:১১ পিএম, ২০ অক্টোবর ২০১৫

জাতীয় লিগের চতুর্থ পর্বের ম্যাচে সিলেট বিভাগের বিপক্ষে সোহাগ গাজির দুর্দান্ত বোলিংয়ে নাটকীয় জয় পেয়েছে বরিশাল বিভাগ। আর দুর্দান্ত শতক হাকিয়েও হার ঠেকাতে পারেননি সিলেটের জাকির হোসেন। চরম উত্তেজনাপূর্ণ এই ম্যাচে দিনের শেষ ওভারে খেলার নিষ্পত্তি হয়।

আগের দিনই সালমান হোসেন এবং আল-আমিনের দুর্দান্ত শতকে চালকের আসনে বসে বরিশাল। তবে মঙ্গলবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে সিলেটের জাকির হোসেন খেলার মোড় ঘুরিয়ে দেন। দিনের শেষ পর্যন্ত ১৩৭ রান করে অপরাজিত থেকেও দলের হার দেখতে হয়েছে সতীর্থদের ব্যর্থতায়।

মঙ্গলবার আগের দিনের দুই উইকেটে ৫৪ রান নিয়ে ব্যাট করতে শুরুতেই রাজিন সালেহকে হারিয়ে চাপে পড়ে সিলেট বিভাগ। তবে চতুর্থ উইকেট জুটিতে অলক কাপালির সঙ্গে ১০৪ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়ে জাকির। দলীয় ১৬২ রানে ব্যক্তিগত ৫৬ রান করে ফিরে যান কাপালি। এরপর দ্রুত বিদায় নেন রুমান আহমেদ ও রাহাতুল ফেরদৌস।

১৯০ রানে প্রথম সারির ছয় উইকেট হারিয়ে চাপে পড়া সিলেটকে একাই ড্রয়ের স্বপ্ন দেখান জাকির হোসেন। শেষ দিকে সাদিকুর রহমান এবং নাসুম আহমেদকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে গেলেও শেষ রক্ষা করতে পারেননি জাকির। দিনের শেষ ওভারে সোহাগের বলে খালেদ আহমেদ এলবিডব্লিউর ফাঁদে পড়লেও জয়ের উল্লাশে মেতে ওঠে বরিশালের খেলোয়াড়রা।

বরিশালের পক্ষে সোহাগ গাজী ১১২ রানে পাঁচটি উইকেট নেন। এছাড়া মনির হোসেন পান তিনটি উইকেট। বরিশাল বিভাগ তাদের প্রথম ইনিংসে ১৫৫ রান করে অলআউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে সালমান হোসেন এবং আল-আমিনের দুর্দান্ত শতকে সাত উইকেট হারিয়ে ৪৬৪ রান করে ইনিংস ঘোষণা করেন বরিশাল। সিলেট বিভাগ তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ১৭২ রান করে।

আরটি/এএইচ/আরআইপি