ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বরিশাল বুলসের লোগো ও থিম উম্মোচন

প্রকাশিত: ১২:৫২ পিএম, ২০ অক্টোবর ২০১৫

বিপিএলের তৃতীয় আসর শুরু হচ্ছে ২০ নভেম্বর। ইতোমধ্যেই বিপিএলের দামামা বেজে উঠেছে ক্রিকেটাঙ্গনে। ক্রীড়ামোদীদের সঙ্গে পিছিয়ে নেই ফ্র্যাঞ্চাইজিগুলোও। সে ধারায় মঙ্গলবার গুলশানের একটি হোটেলে বরিশাল বুলস তাদের লোগো ও থিম সং উন্মোচন করেছে।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল বুলসের তিন মালিক এম এ আউয়াল চৌধুরী বুলু,  রিজওয়ান বিন ফারুক ও নাজিম উদ্দিন। রিজওয়ান বিন ফারুক জানান, বরিশাল ইতোমধ্যে চার বিদেশি ক্রিকেটার ও প্রধান কোচ ঠিক করেছে। শ্রীলঙ্কার সাবেক কোচ গ্রাহাম ফোর্ড এবার বরিশালের কোচ থাকছেন। ব্যাটিং দানব ক্রিস গেইল ছাড়াও খেলবেন জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলর,  ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কেভন কুপার ও তরুণ ক্রিকেটার ইভান লুইস।

এছাড়া এবারের বিপিএল বরিশাল বুলসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন কন্ঠশিল্পী আসিফ। দলটির থিম সংও গেয়েছেন এই তারকা কন্ঠশিল্পী। এদিন দলের মালিকরা ছাড়াও অনুষ্ঠানে ছিলেন বিসিবির কয়েকজন পরিচালক ও সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন। ছিলেন ঢাকা ডিনামাইটস দলের মালিক শায়ান এফ রহমান ও কর্মকর্তারা এবং চিটাগং ভাইকিংসের মালিকরা। বিপিএলের সদস্য সচিব ডা. আই এইচ মল্লিক, বিসিবি পরিচালক লোকমান ভূইয়া, শেখ সোহেল, নজীব আহমেদ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার বিপিএলের দলগুলো দেশি এবং বিদেশি ক্রিকেটারদের ‘প্লেয়ার্স বাই চয়েসে’-এর মাধ্যমে দলে ভেড়ানোর সুযোগ পাচ্ছে।

আরটি/এএইচ/আরআইপি