মুম্বাইয়ে বিসিসিআই কার্যালয়ে শিব সেনার হামলা
মুম্বাইয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অফিসে হামলা চালিয়েছে চরমপন্থী হিন্দু সংগঠন শিব সেনা। ফলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে সোমবারের নির্ধারিত বৈঠকটি ভণ্ডুল হয়ে গেছে। তবে শিব সেনা সদস্যদের হামলায় এ বৈঠক বাতিল হলেও উভয় বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকটি এখন মঙ্গলবার দিল্লিতে অনুষ্ঠিত হবে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ক্যালেন্ডার অনুযায়ী আগামী ডিসেম্বরে ভারত-পাকিস্তানের মধ্যে টেস্ট, ওয়ানডে এবং টি-২০ ম্যাচের একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা রয়েছে। পাকিস্তান তাদের ‘হোম সিরিজটি’ নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতে খেলার প্রস্তাব দিয়েছে।
কিন্তু রাজনৈতিক বিতর্কের কারণে দীর্ঘ প্রতিক্ষীত এ সিরিজ নিয়ে অচলাবস্থার সৃষ্টি হয়। প্রস্তাবিত এ ইন্দো-পাক সিরিজের বিষয়ে আলোচনার জন্য পিসিবি প্রধান শাহরিয়ার খানকে আমন্ত্রণ জানিয়েছিলেন বিসিসিআই সভাপতি শশাঙ্ক মনোহর। তারই প্রেক্ষিতে রোববার ভারতে আসনে পিসিবি সভাপতি খান। সোমবার উভয় বোর্ডের মধ্যে একটি বৈঠক নির্ধারিত ছিল।
কিন্তু চরমপন্থী হিন্দু সংগঠন শিব সেনা পাকিস্তানের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক না রাখার দাবিতে বিসিসিআই অফিসে হামলা চালায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মুম্বাই পুলিশ শিব সেনার কয়েকজন সদস্য আটকও করেছে।
প্রস্তাবিত সিরিজের জন্য মরিয়া পাকিস্তান ইতোমধ্যেই বিসিসিআইকে একটি চিঠি লিখেছে এবং চলতি মাসের শেষ নাগাদ ভারতীয় বোর্ডের কাছ থেকে একটি জবাব চাইছে। বিসিসিআইর নতুন সভাপতি মনোহর বিষয়টি নিয়ে আলোচনার জন্য খানের সঙ্গে সোমবার বৈঠক আহ্বান করেছিলেন। কিন্তু শিব সেনার বিক্ষোভ সমস্ত পরিকল্পনা ভেস্তে দিয়েছে।
পাকিস্তানের গজল শিল্পী গোলাম আলীর একটি কনসার্ট এবং দেশটির সাবেক পররাষ্ট্র মন্ত্রী খুরশিদ মাহমুদ কাসুরির বই প্রকাশনা উৎসবে হামলার পর শিব সেনা এবার ক্রিকেটের উপড় হামলা চালালো।
বিজেপি এবং কংগ্রেসসহ ভারতের বড় রাজনৈতিক দলগুলো আলোচনার বিরুদ্ধে না থাকায় বিসিসিআই বৈঠকটি এখন মুম্বাই থেকে দিল্লিতে স্থানান্তর করেছে। বিসিসিআইর সাবেক সহ-সভাপতি এবং আইপিএল চেয়ারম্যান রাজিব শুক্লা বলেছেন, ভারত সরকার পিসিবি কর্মকর্তাদের ভিসা দিয়েছেন এবং কোনো আলোচনা বন্ধ করে দেয়া গ্রহণযোগ্য নয়।
মুম্বাইয়ে বৈঠকটি বাতিল হয়ে যাওয়ার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি টুইট করে বলেছেন ভারত-পাকিস্তান ক্রিকেট বোর্ডর বৈঠকটি কোলকাতাতেও হতে পারে।
শুক্লা বলেন, ‘আলোচনা বাতিল হয়ে যায়নি। শশাঙ্ক মনোহর এবং শাহরিয়ার খান একে অপরের সঙ্গে সোমবার অথবা মঙ্গলবার কথা বলবেন। আর এক দফা আলোচনার জন্য তারা দিল্লি আসছেন।’ তিনি বলেন, ‘কোনোভাবেই আলোচনা বাতিল হবে না। জাতীয় স্বার্থের বিষয়ে বিসিসিআই কখনোই আপোষ করেনি।’
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের চলমান ওয়ানডে সিরিজের পঞ্চম ম্যাচে পাকিস্তানি আম্পায়ার আলিমদারকে নিয়োগ দিয়েছে আইসিসি। এ ম্যাচে আলিমদারকে মাঠে ঢুকতে না দেয়ার হুমকিও শিব সেনা দিয়েছে বলে জানা গেছে।
বিএ