ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

জয়ের সুবাস পাচ্ছে খুলনা

প্রকাশিত: ১২:৩৮ পিএম, ১৯ অক্টোবর ২০১৫

জাতীয় লিগের চতুর্থ পর্বের ম্যাচে ঢাকা বিভাগের বিপক্ষে মেহেদি হাসান, নুরুল হাসান এবং এনামুল হকের শতকে জয়ের সুবাস পাচ্ছে খুলনা বিভাগ। দিন শেষে ৪৩৩ রানে এগিয়ে রয়েছে তারা।

সোমবার ফতুল্লার খান সাহেব ওসমানী স্টেডিয়ামে আগের দিনের চার উইকেটে ২০৫ রান নিয়ে খেলতে নামে খুলনা বিভাগ। এদিন দুই অপরাজিত ব্যাটসম্যান এনামুল হক এবং নুরুল হাসান দারুণ ব্যাটিং করে দলকে বড় লিড এনে দেন। পঞ্চম উইকেট জুটিতে এই দুই ব্যাটসম্যান ১৫৮ রান তুলে নেন।

মোশারফের বলে বোল্ড হবার আগে এদিন এনামুল হক বিজয় তুলে নেন তার দশম ফার্স্ট ক্লাস শতক। ২৬৭ বলে ধৈর্যশীল ইনিংস খেলে ৮টি চার এবং ১টি ছক্কায় ১০০ রান করেন বিজয়। তবে আরেক প্রান্তে দুর্দান্ত খেলে শেষ পর্যন্ত ব্যাট করে ১৮২ রানে অপরাজিত থাকেন নুরুল হাসান। খুলনা তাদের ইনিংস ঘোষণা না করলে হয়তো দ্বিশতক পেতে পারতেন এই উদিয়মান তারকা।

তিন শতকের মধ্যে অলরাউন্ডার জিয়াউর রহমানের অবদানও কম নয়। আক্রমণাত্মক ব্যাটিং করে ১১৩ বলে ৯টি চার এবং ৫টি ছক্কার সাহায্যে ৮৯ রান করেন তিনি। শেষ পর্যন্ত সাত উইকেটে ৫০৬ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করেন খুলনার অধিনায়ক আব্দুর রাজ্জাক।

ঢাকা বিভাগের পক্ষে মাসুম খান ১৪৭ রানে তিনটি উইকেট পান। এছাড়া মোশারফ হোসেন একটি উইকেট নেন।

দ্বিতীয় ইনিংসে ৪৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ঢাকা বিভাগ। মাত্র ৩৭ রান তুলতেই হারিয়েছে তারা মূল্যবান দুটি উইকেট। খুলনা বিভাগের পক্ষে জিয়াউর রহমান ও আবু বক্কর একটি করে উইকেট পান।

আরটি/এসকেডি/পিআর