মেহরাব-মাহমুদউল্লাহর ব্যাটে মেট্রোর লিড
জাতীয় লিগের চতুর্থ পর্বের ম্যাচে রংপুর বিভাগের বিপক্ষে মেহরাব হোসেন জুনিয়র এবং মাহমুদউল্লাহর দায়িত্বশীল ব্যাটিংয়ে লিড পেয়েছে ঢাকা মেট্রো। তবে চার উইকেট হাতে রেখে মাত্র এক রানে পিছিয়ে থাকা রংপুর বিভাগ এদিন শরিফুল্লাহর বোলিং তোপে পড়ে প্রথম ইনিংসে লিড বড় করতে পারেনি।
সোমবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে আগের দিনের ছয় উইকেটে ২৪১ রান নিয়ে ব্যাট করতে নামে রংপুর বিভাগ। এদিন ৫৮ রান যোগ করে শেষ চার উইকেট হারায় রংপুর। দলের পক্ষে সর্বোচ্চ ৭৮ রান করেন তানভীর হায়দার। এছাড়া শেষ দিকে সোহরাওয়ার্দী শুভ করেন ৩০ রান করেন। নাঈম ইসলাম ৪০ রান করেন।
ঢাকা মেট্রোর পক্ষে শরিফুল্লাহ ৪৯ রানে চারটি উইকেট পান। এছাড়া আরাফাত সানি ৭০ রানে তিনটি উইকেট পান।
ঢাকা মেট্রো তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি। দলীয় ৬ রানেই হারায় উদ্বোধনী ব্যাটসম্যান মেহেদী মারুফকে (৫)। এরপর আরেক উদ্বোধনী ব্যাটসম্যান শামসুর রহমানকে নিয়ে দলের হাল ধরেন মেহরাব হোসেন জুনিয়র। দ্বিতীয় উইকেট জুটিতে এই দুই ব্যাটসম্যান ৯৪ রান সংগ্রহ করেন।
দলীয় ১০০ রানে শামসুর রহমান আউট হলে উইকেটে আসেন দলীয় অধিনায়ক মাহমুদউল্লাহ। মেহরাব হোসেন জুনিয়রের সঙ্গে জুটি বেঁধে দিনের শেষ পর্যন্ত ব্যাট করে আরো ৭৮ রান যোগ করে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান। মেহরাব হোসেন জুনিয়র দলের হয়ে দর্বোচ্চ ৮৭ রান করে অপরাজিত রয়েছেন। অধিনায়ক মাহমুদউল্লাহ অপরাজিত রয়েছেন ৪৮ রানে। শেষ পর্যন্ত ঢাকা মেট্রো তৃতীয় দিন শেষে দুই উইকেট হারিয়ে করে ১৭৯ রান।
রংপুর বিভাগের হয়ে তানভীর হায়দার ও সাদ্দাম হোসেন একটি করে উইকেট পান।
আরটি/এসএইচএস/পিআর