করোনা প্রাণ নিল ২৮ বছর বয়সী কুস্তিগিরের
করোনার ভয়াল থাবায় প্রাণ গেল ক্রীড়া জগতের আরও একজনের। জাপানের ২৮ বছর বয়সী সুমো কুস্তিগির শুবোশি বেশ কয়েকটি অঙ্গের কার্যকারিতা হারিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন বুধবার।
তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে জাপান সুমো এসোসিয়েশন (জেএসএ)। শিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, শুবোশিই জাপানে করোনা পজিভিভ হওয়া প্রথম সুমো কুস্তিগির ছিলেন।
গত ১৩ এপ্রিল করোনা পজিটিভ হিসেবে ধরা পড়েন শুবোশি। ১৯ এপ্রিল তার অবস্থার অবনতি হলে টোকিও হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে হাসপাতালেই মৃত্যুবরণ করেছেন তিনি।
২০০৭ সালে পেশাদার কুস্তিগির হিসেবে অভিষেক হয়েছিল শুবোশির। জেএসএ’র চতুর্থ বিভাগে ১১ নম্বর র্যাংকিংয়ে উঠে এসেছিলেন এই তরুণ।
করোনার কারণে শুরু থেকেই বেশ সতর্ক ছিল জাপানের সুমো টুর্নামেন্ট আয়োজকরা। মার্চে ওসাকায় শীতকালীন টুর্নামেন্টটি হয়েছিল ক্লোজ ডোরে।
এদিকে গ্রীষ্ম মৌসুমের টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল ২৪ মে থেকে ২৭ জুন পর্যন্ত। করোনার ভয়ে সেটি মে মাসেই বাতিল ঘোষণা করা হয়েছে।
এমএমআর/এমএস