ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

লিডের পথে রংপুর

প্রকাশিত: ১১:৪১ এএম, ১৮ অক্টোবর ২০১৫

জাতীয় লিগের চতুর্থ পর্বের ম্যাচে রংপুর বিভাগের তানভীর হায়দার ও সঞ্জিত সাহার বোলিং তোপে বড় ইনিংস গড়তে পারেনি ঢাকা মেট্রো। এক উইকেটে ১১৫ রান সংগ্রহের পর ২৪২ রানেই গুটিয়ে যায় ঢাকা মহানগরীর দলটি। দ্বিতীয় দিন শেষে মাত্র এক রানে পিছিয়ে আছে রংপুর বিভাগ।

রোববার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে আগের দিনের সাত উইকেটে ২১১ রান নিয়ে ব্যাট করতে নামে ঢাকা মেট্রো। এদিন ৩১ রান যোগ করে শেষ তিন উইকেট হারায় মাহমুদউল্লাহ বাহিনী। ঢাকা মেট্রোর পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন আসিফ আহমেদ। এছাড়া শামসুর রহমান করেন ৫১ রান।
রংপুর বিভাগের পক্ষে তানভীর হায়দার ৮১ রানে চারটি উইকেট পান। এছাড়া সঞ্জিত সাহা নেন তিনটি উইকেট।

রংপুর বিভাগ তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে। উদ্বোধনী জুটিতে ৪৬ রান যোগ করেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান তারিক আহমেদ(২৭) এবং নবীন ইসলাম(৩৯)। তবে উইকেটে সেট হয়েও নিজের ইনিংসকে বড় করতে পারেনি কোন ব্যাটসম্যানই। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করে অপরাজিত রয়েছেন তানভীর হায়দার। এছাড়া নাঈম ইসলাম ৪০ রান করেন। দলের সেরা তারকা নাসির হোসেন করেন ৩১ রান।

ঢাকা মেট্রোর পক্ষে আরাফাত সানি ৫৭ রানে দুটি উইকেট পান। এছাড়া শহিদুল, আসিফ, মাহমুদউল্লাহ এবং শরিফুল্লাহ একটি করে উইকেট নেন।

আরটি/এএইচ/পিআর