ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বড় সংগ্রহের পথে খুলনা

প্রকাশিত: ১০:৪৪ এএম, ১৮ অক্টোবর ২০১৫

জাতীয় লিগের চতুর্থ পর্বের ম্যাচে ঢাকা বিভাগের বিপক্ষে মেহেদী হাসানের শতক এবং মুস্তাফিজুরের দুর্দান্ত বোলিংয়ে বড় সংগ্রহের পথে রয়েছে খুলনা বিভাগ। দিন শেষে ১৫৬ রানে এগিয়ে রয়েছে তারা।  

রোববার ফতুল্লার খান সাহেব ওসমানী স্টেডিয়ামে আগের দিনের তিন উইকেটে ৭৭ রান নিয়ে খেলতে নামে ঢাকা বিভাগ। এদিন অভিজ্ঞ আব্দুর রাজ্জাক এবং মুস্তাফিজুরের বোলিং তোপে পড়ে বড় সংগ্রহ করতে পারেনি তারা। ৪৯ রানে অপরাজিত থাকা জয়রাজ শেখ এদিন আর ১৬ রান যোগ করে আব্দুর রাজ্জাকের বলে দিনের প্রথম শিকার হন। দলের পক্ষে জয়রাজ সর্বোচ্চ ৬৫ রান করেন। এরপ আর কন ব্যাটসম্যান থিতু হতে না পারলে ১৫৪ রানে শেষ হয় ঢাকার ইনিংস।

খুলনা বিভাগের পক্ষে ৪৬ রানে চার উইকেট নিয়ে সেরা বোলার মুস্তাফিজুর রহমান। এছাড়া আব্দুর রাজ্জাক তিনটি এবং জিয়াউর রহমান দুটি উইকেট পান।

খুলনা বিভাগ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি। দলীয় ৪ রানেই ফিরে যান জাতীয় দলের উদ্বোধনি ব্যাটসম্যান ইমরুল কায়েস। তবে দ্বিতীয় উইকেট জুটিতে এনামুল হককে সঙ্গে নিয়ে ওয়ানডে স্টাইলে দারুণ এক ইনিংস খেলেন মেহেদী হাসান। এই দুই ব্যাটসম্যান ১৪৮ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান। ১০৪ বলে ১৮টি চারের সাহায্যে ১০৪ রান করেন এই উদ্বোধনী ব্যাটসম্যান।

আরেক প্রান্তে এনামুল হক স্বাভাবিক আক্রমণাত্মক ব্যাটিং খোলস ছেড়ে ধীর গতিতে ব্যাট করে ৫৬ রানে অপরাজিত রয়েছেন। এই রান করতে ১৫৪ বল মোকাবেলা করেন তিনি। তার সঙ্গে আরেক অপরাজিত ব্যাটসম্যান নুরুল হাসান ২২ রান নিয়ে ব্যাট করছেন। দ্বিতীয় দিন শেষে খুলনা বিভাগের সংগ্রহ চার উইকেটে ১৯৩ রান।

ঢাকা বিভাগের পক্ষে মাসুম খান ৬৪ রানে দুটি উইকেট পান। এছাড়া আলী আহমেদ ও মোশারফ হোসেন একটি করে উইকেট নেন।

আরটি/এএইচ/পিআর