তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি ভারত-দ. আফ্রিকা
পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে রাজকোটে আজ স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। সিরিজে এখন ১-১ এ সমতা বিরাজ করছে। সিরিজে এগিয়ে যেতে দু`দলই জয় ভিন্ন কিছুই ভাবছে না। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।
এদিকে প্যাটেল সম্প্রদায়ের লোকদের খেলা দেখতে না দেওয়ার অজুহাতে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার তৃতীয় ম্যাচ খেলতে না দেওয়ার হুমকি দিয়েছে প্যাটেল সম্প্রদায়ের প্রধান হার্দিক প্যাটেল।
সিরিজের প্রথম ওয়ানডেতে জয়ের পর দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে অল্প রানে বেধে ফেললেও শেষ পর্যন্ত হারতে হয়েছে ডি ভিলিয়ার্সের দক্ষিণ আফ্রিকাকে। টি-টোয়েন্টি সিরিজ ও প্রথম ওয়ানডেতে জয়ের পর অনেকটা ফুরফুরে মেজাজে থাকা প্রোটিয়াদেরকে এই সফরে প্রথমবারের মতো হারের স্বাদ পেতে হয়েছে।
তবে, তৃতীয় ওয়ানডের আগে রাজকোটের উইকেট হাইস্কোরিং ম্যাচের আভাস দেয়ায় ব্যাটিং লাইনআপে পরিবর্তন আসতে পারে দু`দলেরই। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা দলে অফ ফর্মে থাকা ডেভিড মিলারের জায়গায় অলরাউন্ডার ক্রিস মরিসের জায়গা পাওয়াটা অনেকটাই নিশ্চিত।
অন্যদিকে, ভারতীয় দলে আগের মতোই এ ম্যাচেও থাকছেন না স্পিনার রবিচন্দ্র অশ্বিন। তার জায়গায় হরভজনকে সেরা একাদশে দেখা যাবে। তাই অমিত মিশ্রাকে দ্বাদশ ব্যক্তি হিসেবেই দেখা যাবে ভারতীয় ড্রেসিং রুমে।
এমআর/পিআর