ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

হাসপাতাল ছাড়লেন মাশরাফি

প্রকাশিত: ০৯:৩৮ এএম, ১৬ অক্টোবর ২০১৫

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এক সপ্তাহ চিকিৎসকের পর্যবেক্ষণে থাকার পর এখন অনেকটাই সুস্থ হওয়ায় শুক্রবার দুপুরে তিনি এ্যাপোলো হাসপাতাল ত্যাগ করেন। তবে বাড়ি ফিরলেও বেশ কয়েকটা দিন বিশ্রামে থাকতে হবে দেশ সেরা এই পেসারকে।

মাশরাফি জানান, আগের চেয়ে এখন অনেকটাই ভালো আছি। তবে শরীর এখনও দুর্বল। আরো কয়েকটা দিন বিশ্রামে থাকতে বলেছেন ডাক্তার। কতদিন লাগবে তা সুনির্দিষ্ট বলা মুশকিল। আশা করি,  কয়েকদিনেই পুরোপুরি সুস্থ হয়ে উঠব।

উল্লেখ্য, গত ৯ অক্টোবর মাঝ রাতে ডেঙ্গু জ্বর নিয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাশরাফি। জ্বর নিয়ে মাশরাফির সঙ্গে দুইদিন হাসপাতালে ছিলেন তার এক বছর বয়সী ছেলে সাহেলও। তবে সাহেলও এখন সুস্থ বলে জানান মাশরাফি।

আরটি/এএইচ/এমএস

আরও পড়ুন