ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

করুনারাত্নে ও চান্দিমালের সেঞ্চুরিতে বড় সংগ্রহে শ্রীলঙ্কা

প্রকাশিত: ০১:২৯ পিএম, ১৫ অক্টোবর ২০১৫

দিমুথ করুনারাত্নে ও দিনেশ চান্দিমালের জোড়া সেঞ্চুরিতে গল টেস্টে বড় সংগ্রহ পেয়েছে শ্রীলঙ্কা। দ্বিতীয় দিন শেষে ৪১৮ রানে এগিয়ে রয়েছে স্বাগতিকরা।

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে আগের দিনের দুই উইকেটে ২৫০ রান নিয়ে খেলতে নামে শ্রীলঙ্কা। দুই অপরাজিত ব্যাটসম্যান দিমুথ করুনারাত্নে ও দিনেশ চান্দিমাল দিনের শুরু থেকেই সাবলীল ব্যাট করতে থাকেন। এ ব্যাটসম্যান দ্বয় ২৩৮ রানের জুটি গড়ে শ্রীলঙ্কাকে চালকের আসনে বসিয়ে দেন।

আগের দিন সেঞ্চুরি তুলে নেয়া দিমুথ করুনারাত্নে এদিন আরও ৫৫ রান যোগ করেন। মাত্র ১৪ রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করেন তিনি। শেষ পর্যন্ত ৩৫৪ বল খেলে ১৮৬ রান করে স্যামুয়েলসের বলে আউট হন তিনি। এ রান সংগ্রহ করতে ১৬ চার এবং ১টি ছক্কা মারেন তিনি। করুনারাত্নে আউট হওয়া পর দিনেশ চান্দিমালের সঙ্গে যোগ দেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথ্যুজ। এই ব্যাটসম্যান আরও ৮৬ রান যোগ করে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যায়।

জেরমি টেইলরের বলে আউট হওয়ার আগে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন দিনেশ চান্দিমাল। ২৯৮ বল মোকাবেলা করে ১৬ চার এবং ২ ছক্কার সাহায্যে ১৫১ রান করেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথ্যুজ করেন ৪৮ রান। এরপর আর কোনো ব্যাটসম্যান উইকেটে থিতু হতে না পারলে ৪৮৪ রানে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে বিশু ১৪৩ রানে ৪ উইকেট নেন। এছাড়া জেরমি টেইলর পান ২ উইকেট।  

ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে করেছে ৬৬ রান। উইকেটই ২টি তুলে নেন শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ। শুক্রবার সকালে আবার ব্যাট করতে নামবেন দুই অপরাজিত ব্যাটসম্যান ড্যারেন ব্রাভো (১৫) এবং মারলেন স্যামুয়েলস (৭)।

আরটি/এএইচ/পিআর