ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সাকিব কেন কম টাকা পাবেন

প্রকাশিত: ১০:১৩ এএম, ১৫ অক্টোবর ২০১৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে বিদেশি ক্রিকেটারদের চেয়ে কম টাকা পাবেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অথচ টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি সব সংস্করণে শীর্ষে রয়েছেন এ অলরাউন্ডার। যেখানে ‘এ’ গ্রেডের বিদেশি ক্রিকেটাররা পাবেন ৭০ হাজার ডলার (প্রায় ৫৫ লাখ টাকা) সেখানে সাকিব আল হাসান পাবেন ৩৫ লাখ টাকা।

বুধবার এক সংবাদ সম্মেলনে গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক তৃতীয় আসরের আইকন খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠলো স্থানীয় খেলোয়াড়দের প্রতি অবিচার হচ্ছে কিনা। জবাবে মল্লিক পাল্টা প্রশ্ন করেন, সাকিবের হয়তো আরও বেশি প্রাপ্য, কিন্তু বাকি ৫ আইকনকে আমি কত টাকা দেব?

বিদেশি ‘এ’ গ্রেডের ক্রিকেটাররা চুক্তি অনুযায়ী ৭০ হাজার ডলার (প্রায় ৫৫ লাখ টাকা) পেলেও অনেকেই তার চেয়ে কয়েক গুণ বেশি পাচ্ছেন। অথচ বিদেশি শীর্ষ ক্রিকেটারদের অর্ধেক টাকাও পাচ্ছেন না সাকিব।

বিসিবি সদস্য সচিব মল্লিক আরও বলেন, আমরা ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছি। টুর্নামেন্ট টিকে রাখার স্বার্থে এটা দরকার আছে। দুয়েকটা আসর যাক, তখন এ ব্যাপারগুলোও ঠিক হয়ে যাবে।

আরটি/এএইচ/আরআইপি

আরও পড়ুন