ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মিঁয়াদাদের রেকর্ড ভাঙলেন ইউনিস

প্রকাশিত: ১২:৫৬ পিএম, ১৩ অক্টোবর ২০১৫

টেস্ট ক্রিকেটে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যানের রেকর্ডের মালিক এখন ইউনুস খান। পাকিস্তানের কিংবদন্তি জাভেদ মিঁয়াদাদের রেকর্ড ভেঙ্গে তিনি এই রেকর্ড গড়েন।

পাকিস্তান ক্রিকেটের কিংবদন্তি ব্যাটসম্যান জাভেদ মিঁয়াদাদ ১২৪ টেস্ট খেলে করেছিলেন ৮,৮৩২ রান। মঙ্গলবার মিঁয়াদাদের ২২ বছরের রেকর্ডটি ভেঙে ফেললেন ইউনিস। ব্যক্তিগত ৮৮১৩ রান নিয়ে ১৯ রান পেছনে ছিলেন ইউনিস। এদিন ব্যাট করতে নেমে সেই রান সংগ্রহ করে রেকর্ডটি নিজের করে নিয়েছেন তিনি।

আবুধাবীর শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথম টেস্টে মঙ্গলবার মুখোমুখি হয় পাকিস্তান ও ইংল্যান্ড। এই ম্যাচের শেষ পর্যন্ত ব্রডের বলে কুকের হাতে ধরা পড়ার আগে ৩৮ রান করেন এই ব্যাটসম্যান। টেস্ট ক্রিকেটে ইউনিসের বর্তমান রান ৮৮৫১।
উল্লেখ্য, পাকিস্তানের পক্ষে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরিরও মালিক ইউনিস খান। তার টেস্ট সেঞ্চুরির সংখ্যা ৩০টি।

আরটি/এএইচ/আরআইপি