ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

অনুমিত ড্রই হলো বরিশাল-চট্টগ্রাম ম্যাচ

প্রকাশিত: ১১:১৪ এএম, ১৩ অক্টোবর ২০১৫

জাতীয় ক্রিকেট লিগে বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের ম্যাচটি অনুমিত ড্র হয়েছে। প্রথম তিন দিনে দুই ইনিংস শেষ না হওয়ায় ড্রয়ের পথে এগিয়ে যাচ্ছিলো এই ম্যাচ। চতুর্থ দিনে মাত্র ২৪.৩ ওভার খেলা হবার পর ড্র মেনে নেয় দুই দল।

সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগের দিনের ৯ উইকেটে ৩৪৫ রান নিয়ে ব্যাট করতে নামে বরিশাল। ১ রান যোগ করতেই শেষ ব্যাটসম্যান হিসাবে আউট হন তৌহিদুল ইসলাম। দলের হয়ে সর্বোচ্চ ৭২ রান করেন আল-আমিন। ৯২ বল মোকাবেলা করে ৬টি চার এবং ১টি ছক্কার সাহায্যে এই রান করেন তিনি। এছাড়া সালমান হোসেন করেন ৫১ রান।  

চট্টগ্রামের পক্ষে সাইফুউদ্দিন ৫৯ রানে নেন ৩টি উইকেট। এছাড়া ইফতেখার এবং মনিরুজ্জামান পান ২টি করে উইকেট।

চট্টগ্রামের হয়ে দ্বিতীয় ইনিংসে দুই সহোদর তামিম ইকবাল এবং নাফিস ইকবাল ব্যাট করতে নেমে ২৩ ওভারে ৫২ রান সংগ্রহ করেন। এরপর ফলাফল আসবে না জেনে ৬৫ ওভার আগেই ড্র মেনে নেন দুই দলের অধিনায়ক।

সংক্ষিপ্ত স্কোর :

চট্টগ্রাম বিভাগ প্রথম ইনিংস: ১৫১ ওভারে ৪৬৭/৭ (তামিম ১৩৭, তাসামুল ১০৭, নাফিস ৫৬, ইরফান ৪৭, সাইফুদ্দিন ৩০*; সোহাগ ১১৪/৩, ইয়াসির ২৮; সোহাগ ১৩০/৩, আল আমিন ৫৬/২, কিবরিয়া ৭৫/১, সালেহ ৬৯/১)
চট্টগ্রাম বিভাগ দ্বিতীয় ইনিংস: ১৩ ওভারে ৫২ (তামিম ২৪, নাফিস ২৩)

বরিশাল বিভাগ প্রথম ইনিংস: ৮৬ ওভারে ৩৪৬/৯ (আল-আমিন ৭২, সালমান ৫১, নাফিস ৪৪, শাহিন ৩৮, ফজলে মাহমুদ ৩৪; সাইফুদ্দিন ৬০/৩, মনিরুজ্জামান ৬১/২, ইফতেখার ৯৯/২, নাবিল ৪৪/১) ।

আরটি/এসকেডি/পিআর