ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বিপিএলের বিদেশি খেলোয়াড়দের তালিকা প্রকাশ

প্রকাশিত: ০৫:০৬ এএম, ১৩ অক্টোবর ২০১৫

প্রায় আড়াই বছর বিরতির পর নভেম্বরে আবারো মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আর এ আসরের বিদেশি ক্রিকেটারদের তালিকা প্রকাশ করছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

বিপিএল গভর্নিং কাউন্সিল সূত্রে জানা গেছে, বিপিএলের তৃতীয় আসরে পাকিস্তানের মোট ৫২ জন খেলোয়াড় স্থান পেয়েছেন এ তালিকায়। এরপরেই আছে ইংল্যান্ডের খেলোয়াড়রা। তাদের সংখ্যা ৪১ জন।

List

এছাড়াও ওয়েস্ট ইন্ডিজের ৩৬ জন, শ্রীলঙ্কার ২৫ জন, জিম্বাবুয়ের ৫ জন, অস্ট্রেলিয়ার ৪ জন, নিউজিল্যান্ডের ২ জন, দক্ষিণ আফ্রিকার ৪ জন ও অন্যান্য ১৩ বিদেশি ক্রিকেটার স্থান পেয়েছেন এই তালিকায়। এছাড়া স্থানীয় ক্রিকেটার রয়েছেন ১২০ জনের মতো।

তবে তালিকায় অন্তর্ভূক্ত হচ্ছেন না তারকা ক্রিকেটাররা। নিজ ব্যবস্থাপনায় ছয় ফ্র্যাঞ্চাইজি তারকা ক্রিকেটারদের চুক্তি করে খেলাতে পারবেন।

এমআর/এমএস