আন্তঃজেলা মহিলা দাবায় চ্যাম্পিয়ন জান্নাতুল ফেরদৌস
আন্তঃজেলা মহিলা দাবা প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন সাতক্ষীরার জান্নাতুল ফেরদৌস। বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় দুই দিন এ প্রতিযোগিতা ধানমন্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স এ অনুষ্ঠিত হয়।
ব্যক্তিগতভাবে ৭টি ম্যাচের সবগুলিতে জয় পেয়ে ৭ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন জান্নাতুল ফেরদৌস। আর রানার আপ হয়েছেন ৭ খেলায় বুসল্স পদ্ধতিতে ৫.৫০ পয়েন্ট নিয়ে নারায়ণগঞ্জ জেলার খুশি আক্তার। ৭ খেলায় ৫.৫০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান পেয়েছেন নরসিংদী জেলার নওশিন আনজুমান।
ফাইনাল খেলা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত খেলোয়াড়দের মাঝে পুরস্কার প্রদান করেন জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্মসচিব অশোক কুমার বিশ্বাস।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভানেত্রী হামিদা বেগম, সাধারণ সম্পাদিকা কামরুন নাহার ডানা, দাবা সাব-কমিটির আহবায়ক আনজুমান আরা আকসির ও সদস্য সচিব শিরিন আক্তার চৌধুরীসহ বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ।
এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের ৯ টি জেলা গাইবান্ধা, বরিশাল, বগুড়া, নারায়ণগঞ্জ, ঝিনাইদহ, নরসিংদী, ঢাকা, মানিকগঞ্জ ও সাতক্ষীরা জেলা থেকে সর্বমোট ২৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করে।
আরটি/এমআর/পিআর