ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সমান তালে লড়ছে দুই ঢাকা

প্রকাশিত: ১২:২৬ পিএম, ১২ অক্টোবর ২০১৫

জাতীয় ক্রিকেট লিগে চতুর্থ দিনের জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ঢাকা বিভাগ ও ঢাকা মেট্রোর ম্যাচ। শামসুর রহমান শুভর সেঞ্চুরিতে প্রথম ইনিংসে লিড নিয়েছে ঢাকা মেট্রো। দ্বিতীয় ইনিংসে সমান তালে লড়ে তৃতীয় দিন শেষে ৪০ রানে এগিয়ে আছে ঢাকা বিভাগ।

সোমবার ফতুল্লার খান সাহেব ওসমানী স্টেডিয়ামে আগের দিনের ৪ উইকেটে ২২১ রান নিয়ে খেলতে নামে ঢাকা মেট্রো। মোশারফ হোসেনের ঘূর্ণিতে পড়ে বড় লিড নিতে পারেনি ঢাকা মেট্রো। দিন শেষে সব কটি উইকেট হারিয়ে ৩৫২ রান সংগ্রহ করে ঢাকা মেট্রো।

আগের দিনে ১১৮ রানে অপরাজিত থাকা শামসুর রহমান শুভ এইদিন আরও ২০ রান যোগ করে সাজঘরে ফেরেন। ২৫৮ বলে ১৪টি চার এবং ১টি ছক্কার সাহায্যে ১৩৮ রান করে আউট হন তিনি। এরপর দলীয় ৯ রান যোগ করতে ফিরে যান আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান মেহরাব হোসেন জুনিয়র (৩৭)।

শেষ দিকে শরিফুল্লাহর হাফ সেঞ্চুরিতে লিড নিতে সামর্থ্য হয় ঢাকা মেট্রো। ১০৫ বলে ৩টি চার এবং ১টি ছক্কার সাহায্যে ৫২ করেন এই অলরাউন্ডার।ঢাকা বিভাগের হয়ে মোশারফ হোসেন ১২০ রানে ৫টি উইকেট নেন। এছাড়া মাহবুবুল আলম ২টি উইকেট পান।
   
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শহিদুল ইসলামের দারুণ বোলিংয়ে মাত্র ১৩ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে ঢাকা বিভাগ। এরপর আরফাত সানি এবং মাহমুদউল্লাহ ২টি উইকেট তুলে নিলে তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ৬৫ রান করে ঢাকা বিভাগ। মঙ্গলবার সকালে আবার ব্যাটিংয়ে নামবেন দুই অপরাজিত ব্যাটসম্যান রকিবুল হাসান এবং নাদিফ চৌধুরী।

সংক্ষিপ্ত স্কোর:

ঢাকা বিভাগ প্রথম ইনিংস: ১১৩.৪ ওভারে ৩২৭ (রকিবুল ৯৯, মজিদ ৬৬, নাদিফ ৩৯,সাইফ ২১, মায়সুকুর ২০, শরিফ ২০, জনি ২০; আরাফাত সানি ৯৬/৬, শহিদুল ৫৭/১, আসিফ ২৭/১, শরীফুল্লাহ ৪৬/১)

ঢাকা বিভাগ দ্বিতীয় ইনিংস: ৩২ ওভারে ৬৫/৪ (রকিবুল ২১*, মায়সুকুর ১৮, জনি ১৬; শহিদুল ৫৭/১, নাদিফ ৬*; সাজিদুল ৯/২ আরাফাত সানি ১৭/১, মাহমুদউল্লাহ ১৩/১)

ঢাকা মেট্রো প্রথম ইনিংস: ১২৪ ওভারে ৩৫২ (শুভ ১৩৮, শরিফুল্লাহ ৫২, সৈকত ৪৮, মেহরাব ৩৭, মার্শাল আইয়ুব ২৪; মোশারফ ১২০/৫, মাহবুবুল ৭১/২, শরিফ ৫১/১, নাজমুল ৮৬/১)।

আরটি/এমআর/পিআর