মেসির নতুন বুট উন্মুক্ত করলো বার্সেলোনা
আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির নতুন বুট সকলের সামনে উন্মুক্ত করলো বার্সেলোনা। যদিও সীমিত পরিসরে বার্সেলোনার এডিডাসের সকল শোরুমে এটি বিক্রয়ের জন্য দেয়া হয়েছে। মাত্র ৮৯ জন মেসিভক্ত আপাতত এই বুটটি কেনার সৌভাগ্য অর্জন করবেন। নতুন এই বুটের নাম দেয়া হয়েছে ‘মেসি ১০/১০’।
সব মিলিয়ে মোট ১০০ জোড়া বুট বানিয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান এডিডাস। এর মধ্যে অবশ্যই এক জোড়া চলে যাবে বার্সেলোনার তারকার কাছে। এছাড়া দশ জোড়া বুট বিক্রির জন্য দেয়া হবে না। ‘চুসেন বাই মেসি’ এই ক্যাম্পেইনে মেসির বাছাই করা ১০ জন খেলোয়াড়ই পাবেন এই বুট।
বাছাইকৃত খেলোয়াড়দের মধ্যে রয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের জেমস উইলসন ও চেলসির দুই খেলোয়াড় কেনেডি ও জেরেমি বোগা যিনি বর্তমানে ধারে ফ্রেঞ্চ দল রেনেসের হয়ে খেলছেন। আরো আছেন ম্যানচেস্টার সিটি থেকে এবারের গ্রীষ্মে মোনাকোতে যাওয়া মার্কোস লোপেজ।
এমআর/পিআর