আইপিএলে থাকছে না পেপসি!
ফিক্সিংয়ের ভয়ে আইপিএলের সাথে চুক্তি বাতিল করতে যাচ্ছে টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ও কোমল পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান পেপসি। পাঁচ বছরের জন্য লিগের সঙ্গে চুক্তি করেছিল তারা, কিন্তু তিন বছর পেরোতেই সম্পর্ক চুকিয়ে ফেলার সিদ্ধান্ত নিচ্ছে এ কোম্পানি।
আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা অবশ্য সাফ বলে দিয়েছে, আমরা অন্য স্পন্সরদের সঙ্গে কথা বলতে শুরু করেছি। ফলে পেপসির ইস্যুটা এমন কিছু ব্যাপার নয়। ওদের কিছু বক্তব্য আছে। পরের মিটিংয়ে আমরা সেগুলো মেটানোর চেষ্টা করবো। স্পন্সর হিসেবে ওদের সঙ্গে আমাদের যথেষ্ট ভাল সম্পর্ক ছিল। সেই সম্পর্ক আমরা নষ্ট হতে দিতে চাই না। যাই হোক না কেন, স্বচ্ছ, পরিচ্ছন্ন ভাবেই হবে।
এই চুক্তি শেষ হয়ে যাওয়ায় ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইকে ব্যাংক গ্যারান্টি বাবদ পেপসির দেয়া ৭৮.৬০ কোটি ভারতীয় রূপি এবং পাঁচ বছরের চুক্তির অংক ৩৯৬ কোটি ভারতীয় রূপি ফেরতে দিতে হবে পেপসিকে।
এমআর