ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ভারত-দ. আফ্রিকা শেষ টি-টোয়েন্টি ম্যাচ পরিত্যক্ত

প্রকাশিত: ০১:২১ এএম, ০৯ অক্টোবর ২০১৫

বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় মাঠেই গড়ায়নি ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার শেষ ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ। বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেনে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়। বিকেলে বৃষ্টি হওয়ায় মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ে।

কিন্তু অনেক চেষ্টার পরও মাঠ খেলার উপযোগী করে তুলতে পারেননি মাঠকর্মীরা। আম্পায়ারদের কয়েক দফা মাঠ পরিদর্শনের পর স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচ।

সিরিজের প্রথম দুটি টি-টোয়েন্টিই জিতেছিল দক্ষিণ আফ্রিকা। প্রথমটিতে ৭ উইেকটে জিতেছিল দক্ষিণ আফ্রিকা; দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটের জয়ে সিরিজ জিতে নেয় প্রোটিয়ারা।

সিরিজ হারের পর র‌্যাংকিংয়ের অবস্থানেরও অবনতি হয়েছে ভারতের। ১১০ রেটিং পয়েন্ট নিয়ে দুই ধাপ পেছনে গিয়ে তাদের অবস্থান এখন ষষ্ঠ। অন্যদিকে ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ে পঞ্চম অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

রোববার কানপুরে অনুষ্ঠিত হবে ভারত-দক্ষিণ আফ্রিকার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে।

বিএ