ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ক্র্যাচ ছাড়লেন মেসি

প্রকাশিত: ১০:৩০ এএম, ০৮ অক্টোবর ২০১৫

চলতি মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোয় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা মুখোমুখি হবে আগামী ২১শে নভেম্বর। আর বার্সা সমর্থকরা আশা করছেন এর আগেই ইনজুরি কাটিয়ে মাঠে ফিরবেন দলের সেরা তারকা লিওনেল মেসি। সে ধারায় চিকিৎসার প্রথম ধাপ পার করলেন মেসি। বুধবার ক্র্যাচে ভর দেয়া ছেড়ে পায়ে হাঁটা শুরু করেছেন চারবারের ব্যালন ডি’অর জয়ী।

আপাতত বিশ্রাম ও হালকা ব্যায়ামেই কাটাতে হবে এ আর্জেন্টাইন তারকাকে। পরের দুই সপ্তাহ ফিজিওথেরাপি নেবেন লিওনেল মেসি। ফিজিওথেরাপিই মেসির দ্রুত ফিরে আসার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। ফিজিওথেরাপিস্ট রজার গিরোনেসের পরিচর্যায় ভাল ফল পেলে ধারণার চেয়ে আগেই মাঠে ফিরতে দেখা যেতে পারে এই বার্সা তারকাকে।

লা লিগায় গত সপ্তাহে লাস পালমাসের বিপক্ষে ম্যাচের মাত্র ৩ মিনিটে হাঁটুতে আঘাত পান লিওনেল মেসি। চোট নিয়েই খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও ৭ মিনিট পর মাঠ ছাড়তে বাধ্য হন এই আর্জেন্টাইন। পড়ে ডাক্তাররা জানান, মেসির সেরে উঠতে কমপক্ষে ৭ থেকে ৮ সপ্তাহ লেগে যাবে।

আরটি/এমআর