ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মেসি-নেইমারকে ছাড়াই মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল

প্রকাশিত: ১০:০৬ এএম, ০৮ অক্টোবর ২০১৫

মেসি-নেইমারকে ছাড়াই ল্যাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম রাউন্ডে মাঠে নামবে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ব্রাজিল। নিষেধাজ্ঞার কারণে নিয়মিত অধিনায়ক নেইমারকে ছাড়াই বর্তমানে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। চিলির স্তাদিও জুলিও মার্টিনেজ ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে শুক্রবার ভোর সাড়ে পাঁচটায়। এর আধাঘণ্টা পর বুয়েন্স আয়ার্সে মেসিহীন আর্জেন্টিনা আতিথ্য দেবে ইকুয়েডরকে।

বিশ্বকাপ মিশনের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে দুঙ্গার শীষ্যদের আতিথ্য দেবে চিলি। তবে নিষেধাজ্ঞার কারণে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ বাছাই পর্বের শুরুতেই নেইমারকে সেরা একাদশে পাচ্ছেন না সাবেক চ্যাম্পিয়নরা। এছাড়াও, ইনজুরির কারণে মাঠের বাইরে থাকতে হবে কৌতিনহোকে।

তবে, ক্লাব ফুটবলে ফর্মে রয়েছেন হাল্ক, অস্কার ও সিলভারা। এছাড়াও, দীর্ঘদিন পর সেলেসাওদের সেরা একাদশে দেখা যেতে পারে এসি মিলানের সাবেক তারকা কাকা`কে। তবে, সফরকারীদের অনুপ্রেরণা হতে পারে চিলির বিপক্ষে ১৪ দেখায় ১২টি জয়ের পরিসংখ্যান।

অন্যদিকে, বুয়েন্স আয়ার্সে মেসিবিহীন আর্জেন্টিনা আতিথ্য দেবে ইকুয়েডরকে। বর্তমানে ফিফা র্যাংঙ্কিংয়ের শীর্ষে থাকলেও ১৯৯৩ সাল থেকে কোন গুরুত্বপূর্ণ শিরোপা জেতা হয়নি আলবিসেলেস্তেদের। তাই ইকুয়েডরের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করতে চায় জেরার্ডো মার্টিনেজের শীষ্যরা। সেই পালে হাওয়া দিচ্ছে ডিফেন্ডার মাশচেরানো ও মার্টিন ডেমিসিলিচের দলে ফেরা।

এমআর