ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বিশ্বমানের ইনডোর হচ্ছে মিরপুরে

প্রকাশিত: ০৫:৫৩ এএম, ০৮ অক্টোবর ২০১৫

শীঘ্রই ঢেলে সাজানো হচ্ছে মিরপুর স্টেডিয়ামের ইনডোর। ব্রিসবেনের ইনডোরের ন্যায় আধুনিক সব ব্যবস্থাসহ বিশ্বের অন্যতম সেরা ইনডোর করা হবে মিরপুর স্টেডিয়ামের ইনডোরকে। বোর্ড সভা শেষে বুধবার এমনই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।  

বিশ্বকাপে বাংলাদেশের দলের সাফল্যের পিছনে ছিল ব্রিজবেনে অনুশীলন। কোচ এ বিষয়ে আমাকে প্রস্তাব দিয়েছে। কোচের এমন কথাকে গুরত্ব দিচ্ছে বিসিবি।

নাজমুল হাসান বলেন, আমরা আজ বোর্ড সভা থেকে ঠিক করেছি ব্রিসবেনের যে সেন্টার অব এক্সিলেন্স আছে ওই সমমানের বা এরচেয়েও যদি ভালো কিছু করতে পারি অর্থাৎ বিশ্বমানের একটা ইনডোর সুবিধা আমরা এখানে এখনই করে ফেলব। একটা বিশ্বমানের ইনডোরে যা যা থাকে যেমন সুইমিং পুল, জিমনেশিয়াম সবই থাকবে।

মিরপুরের ইনডোর যে উন্নত নয় এ ব্যাপারে চান্দিকা হাতুরুসিংহের সঙ্গে একমত বিসিবি সভাপতিও। তিনি বলেন, তার কথাটা ছিল যে আমাদের এই সুবিধাটা অনেক পুরনো। উইকেটগুলোর বয়স যেহেতু ৮-১০ বছর হয়ে গেছে। এখানে পেস বোলিংয়ে একেবারেই সুবিধা পাওয়া যায় না।

এসব কারণেই অত্যাধুনিক ইনডোর গড়ে তোলার পরিকল্পনা হাতে নিয়েছে বিসিবি।

এমআর/পিআর