ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মেয়াদ বাড়লো নান্নু ও বাশারের

প্রকাশিত: ০৩:০৫ পিএম, ০৭ অক্টোবর ২০১৫

বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং হাবিবুল বাশার সুমনের নির্ধারিত মেয়াদ শেষ হয়েছে  অনেক আগেই। তবে মেয়াদ শেষ হলেও মৌখিকভাবে তাদের দায়িত্ব পালন করে যেতে বলা হয়েছিল। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১২তম বোর্ড সভায় তাদের আনুষ্ঠানিক অনুমোদন দেয় বিসিবি।

এ সভায় নির্বাচকদের মেয়াদ বৃদ্ধি ছাড়াও জাতীয় নারী ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা গামাগে, নারী ক্রিকেট দলের সকল কোচিং স্টাফ, বিসিবির সকল গেম ডেভেলপমেন্ট কোচ এবং প্যানেল আম্পায়ায়ারদের মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে।
 
বিসিবির জরুরি সভা শেষে সভাপতি নাজমুল হোসেন পাপন জানান, ‘আমরা নির্বাচকসহ গেম ডেভেলপমেন্টের অধীনে থাকা সব কোচদের মেয়াদ এক বছর বাড়িয়েছি। এছাড়া প্যানেল আম্পায়ারস, নারী ও পুরুষ দলের কোচদের মেয়াদ বাড়ানো হয়েছে।’

আরটি/এসকেডি/পিআর