ইনজুরির কারণে বাদ পড়লেন রামোস
কাঁধের ইনজুরির কারণে চলতি সপ্তাহের শেষে স্পেনের ইউরো বাছাইপর্বের ম্যাচ থেকে ছিটকে পড়েছেন রিয়াল মাদ্রিসের সেন্টার ব্যাক সার্জিও রামোস। স্প্যানিশ জাতীয় দলের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্পেন তাদের ওয়েবসাইটে এ সম্পর্কে বলেছে, কাঁধের ব্যাথার কারণে সার্জিও রামোস খেলতে পারছেন না। তার স্থানে দলে ডাকা হয়েছে তারই রিয়াল সতীর্থ ইগনাসিও ফার্নান্দেজকে।
শুক্রবার গ্রুপ-সি’র শীর্ষে থাকা স্পেন নিজেদের মাঠে লুক্সেমবার্গের মুখোমুখি হবে। তিনদিন পরে ইউক্রেন সফরে যাবে স্প্যানিশরা। প্রথম ম্যাচে জয় কিংবা দ্বিতীয় ম্যাচে ড্র করতে পারলেই স্প্যানিশদের জন্য ফ্রান্সের টিকেট নিশ্চিত হবে। যদিও ইতোমধ্যেই তারা অন্তত প্লে-অফ খেলার বিষয়টি নিশ্চিত করেছে।
ইতোমধ্যেই ফুল-ব্যাক ডানি কারভাজাল, সেন্টার ব্যাক ইনিগো মার্টিনেজ ও মিডফিল্ডার ব্রুনো সোরিয়ানো ইনজুরির কারেন মাঠের বাইরে থাকায় রামোসর অনুপস্থিতি কোচ ভিসেন্টে ডেল বস্ককে চিন্তিত করে তুলেছে। ইনজুরি আক্রান্ত খেলোয়াড়দের পরিবর্তে দলে অন্তর্ভূক্ত করা হয়েছে মাসিও গাসপার, জেবিয়ার এটেক্সিটা ও মিকেল সান জোসকে।
এমআর/আরআইপি