ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

টেস্ট ও ওয়ানডেতে শীর্ষে দক্ষিণ অাফ্রিকা

প্রকাশিত: ০৪:৪৬ এএম, ২৯ অক্টোবর ২০১৪

সর্বশেষ ২০০৯ সালে অাইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছিল দক্ষিণ অাফ্রিকা। সর্বশেষ নিউজিল্যান্ডকে ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে হারিয়ে ফের শীর্ষ ওঠার স্বাদ নিলো প্রোটিয়া দলটি। সর্বশেষ প্রকাশিত ওয়ানডে র‌্যাংকিংয়ে ২ নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। অার ৯ম স্থানে রয়েছে বাংলাদেশ।

টেস্টে দক্ষিণ আফ্রিকার পরে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও বাংলাদেশ।

ওয়ানডের ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে রয়েছেন প্রোটিয়া ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। এরপর রয়েছেন অারেক প্রোটিয়া ওপেনার হাশিম আমলা। ৩ নম্বরে রয়েছেন ভারতের বিরাট কোহলি।

অপরদিকে নিষিদ্ধ থেকেও ওয়ানডে বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষেই রয়েছেন পাকিস্তানের স্পিনার সাঈদ আজমল। ২ নম্বরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনিল নারাইন। ৩ নম্বরে দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইন।

ওয়ানডের অলরাউন্ডারের র‌্যাংকিংয়ের শীর্ষে রয়েছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ। ২ নম্বরে শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুস। ৩ নম্বরে রয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।