ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ভারতের লজ্জার দিনে সিরিজ দক্ষিণ আফ্রিকার

প্রকাশিত: ০৯:১১ পিএম, ০৫ অক্টোবর ২০১৫

এক কথায় বলতে গেলে ভারতের লজ্জার দিনই বলতে হবে। গ্যালারিতে দর্শকদের উচ্ছ্বৃঙ্খল আচরণ ক্রিকেটপ্রেমীদের এক প্রকার হতাশই করেছে বটে। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সোমবার উড়িষ্যার কটকের বরাবতী স্টেডিয়ামে সফরকারী দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের এক বিরল অভিজ্ঞতার মধ্যে পড়তে হয়।

এদিন ভারতের উচ্ছ্বৃঙ্খল দর্শক-সমর্থকদের বোতল বৃষ্টির কবলে পড়েন দুই দেশের খেলোয়াড়েরা। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৯২ রানেই গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। পরে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের সময় শুরু হয় বোতল বৃষ্টি।

দক্ষিণ আফ্রিকা তিন উইকেটে ৬৪ রান তুলতেই গ্যালারির দর্শক সারি থেকে বোতল ছুড়তে শুরু করে ভারতের সমর্থকরা। অগত্যা খেলা বন্ধ করে দিতে বাধ্য হন ম্যাচ রেফারিরা। প্রায় ২০ মিনিট খেলা বন্ধ থাকায় মাঠে বসে ছিলো দু`দলের ক্রিকেটাররাই।

এরপর খেলা শুরু হলেও এক ওভার হতে না হতেই আবারো বোতল ছোড়া শুরু করে দর্শকরা। পরে অবশ্য শেষ রক্ষা হয়নি ভারতের। ছয় উইকেটের হারের ক্ষত নিয়ে মাঠ ছাড়ে ধোনি বাহিনী।

সেইসঙ্গে সিরিজও হাতছাড়া হয়ে যায় তাদের। তিন ম্যাচ সিরিজে ২-০তে এগিয়ে গেলো প্রোটিয়ারা।

## দর্শকদের বোতল বৃষ্টিতে বন্ধ দ. আফ্রিকা-ভারত ম্যাচ

বিএ