ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

পাকিস্তানের সহজ জয়

প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ০৫ অক্টোবর ২০১৫

বিলাল আসিফের বোলিং নৈপুণ্যে শেষপর্যন্ত সিরিজ নিজের করে নিলো পাকিস্তান। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয়টিতে মাত্র ১৬ রান দিয়ে পাঁচ উইকেট নিয়ে একাই ধসিয়ে দিয়েছেন জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ। আর এর মধ্যদিয়ে সহজেই তিন ম্যাচ সিরিজের ২-১ এ জয় নিশ্চিত করলো পাকিস্তান।

বিলালের ঘূর্ণিতেই মাত্র ১৬১ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে । ৮৯ রান তুলতে একটা উইকেটও যারা হারায়নি, সেই তারাই পরের ৭২ রান তুলতেই হারাল ১০ উইকেট। ১ উইকেটে ১০০ থেকে ৭ উইকেটে ১৩৩ এখানেই জিম্বাবুয়ের সর্বনাশ। যেটি বিলালের হাতেই। ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতেই দেখা পেয়ে গেলেন ৫ উইকেটের।

বোলিং শেষে ব্যাটিংয়ে এসেও নিজের যোগ্যতার পরিচয় দিয়েছেন বিলাল। ৭ ওভারে বিনা উইকেটে ২৬ রান করেছে ১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা পাকিস্তান। ২১ রানই বিলালের ব্যাটে। সঙ্গী শেহজাদ ব্যাট করছেন ৩ রানে।

হারারের সিরিজ নির্ধারণী ম্যাচে জিম্বাবুয়েকে বেশ ভালো শুরু এনে দিয়েছিলেন দুই ওপেনার। ৮৯ রানের উদ্বোধনী জুটি গড়ার পর মনে হচ্ছিল বড় এক সংগ্রহের দিকেই যাবে স্বাগতিক দল। তখনই মঞ্চে আবির্ভাব বিলালের। তার অফস্পিনের শিকার হয়ে সাজঘরে ফিরে যান চামু চিবাবা। সেটিই শুরু।

এরপর এমনই ধ্বংসযজ্ঞ চালালেন তার অফস্পিনে, পথের দিশাই খুঁজে পেল না জিম্বাবুয়ে। ৮৯ রানে বিনা উইকেট থেকে ১২৭ রানে ছয় উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে। এর পাঁচটিই বিলালের। মাত্র ৩৩ বলের মাঝে ১৬ রান দিয়ে পাঁচ উইকেট পেয়েছেন। সব মিলিয়ে ১০ ওভারে ২৫ রান দিয়ে ৫ উইকেট।

এই ধাক্কা আর সামলাতে পারেনি জিম্বাবুয়ে। অন্য প্রান্তে দাঁড়িয়ে থাকা ওপেনার রিচমন্ড মুতুম্বামি সপ্তম ব্যাটসম্যান হিসেবে ১৩৩ রানের মাথায় ফিরে গেলে জিম্বাবুয়ের সব আশা শেষ হয়ে যায়।

শেষ পর্যন্ত ১৬১ রানেই অলআউট জিম্বাবুয়ে। আরেক নতুন বোলার ইমাদ ওয়াসিম নিয়েছেন নিয়েছেন তিন উইকেট। মোহাম্মদ ইরফান এবং শোয়েব মালিক একটি করে উইকেট পেয়েছেন।

জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৬৭ রান মুতুম্বামির। অন্য ওপেনার চিবাবার সংগ্রহ ৪৮। জিম্বাবুয়ে দলের আর মাত্র একজন ব্যাটসম্যানই দুই অঙ্ক ছুতে পেরেছেন। সেটিও নয়ে নামা লুক জঙ্গের ব্যাটে (১৬)।

এসকেডি/আরআইপি