ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ফলোঅন এড়াতে লড়ছে সিলেট

প্রকাশিত: ১১:২১ এএম, ০৫ অক্টোবর ২০১৫

জাতীয় ক্রিকেট লিগে বরিশালের বিপক্ষে ইমতিয়াজ হোসেনের সেঞ্চুরির পর জাকির হোসেন ও রাজিন সালেহ`র দায়িত্বশীল ব্যাটিংয়ে ফলোঅন এড়াতে লড়ে যাচ্ছে সিলেট বিভাগ। তৃতীয় দিন শেষে ১৬৪ রানে পিছিয়ে রয়েছে দলটি। ফলোঅন এড়াতে আরও প্রয়োজন ১৫ রান।  

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে আগের দিনের বিনা উইকেটে ১১২ রান নিয়ে খেলতে নামে সিলেট। তবে স্কোরবোর্ডে ১০ রান যোগ করতেই সাজঘরে ফেরেন শানাজ আহমেদ। ১৩৭ বলে ৫৮ রান করেন তিনি।

সানাজের বিদায়ের পর জাকির হোসেনকে নিয়ে দলের ইনিংসকে এগিয়ে নিয়ে যান ইমতিয়াজ হোসেন। এই দুই ব্যাটসম্যান ১৪৫ রানের জুটি গড়ে বড় রানের স্বপ্ন দেখান। কিন্তু ব্যক্তিগত ৮৯ রানে জাকির হোসেন ফিরে গেলে হঠাৎই ছন্দপতন হয় সিলেটের।

এরপর রাজিন সালেহ ছাড়া আর কোন ব্যাটসম্যান উইকেটে থিতু হতে না পারায় ফলোঅনের আশংকায় পড়ে দলটি। দলের পক্ষে ইমতিয়াজ হোসেন সর্বোচ্চ ১২৭ রান করেন। ৩১৫ বল খেলে ১৫ টি চারের সাহায্যে এই রান করেন ইমতিয়াজ। রাজিন সালেহ ৫৫ রানে ব্যাট করছেন। তার সঙ্গে রয়েছেন সাদিকুর রহমান (১১*)। বরিশাল বিভাগের পক্ষে সোহাগ গাজী ৭৫ রানে ৩টি উইকেট নিয়েছেন।

এর আগে প্রথম ইনিংসে মোসাদ্দেক হোসেনের ডাবল সেঞ্চুরি ও ফজলে মাহমুদের সেঞ্চুরিতে ৯ উইকেটে ৫২৭ রান করে ইনিংস ঘোষণা করে বরিশাল বিভাগ।

আরটি/এমআর/আরআইপি