ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাকিব

প্রকাশিত: ০৭:৪৪ এএম, ০৪ অক্টোবর ২০১৫

সব ঠিকঠাক থাকলে নভেম্বরে প্রথম সন্তানের বাবা হচ্ছেন সাকিব আল হাসান। সন্তানসম্ভবা স্ত্রী শিশির আছেন যুক্তরাষ্ট্রে। প্রথম সন্তানের জন্ম মুহূর্তে স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়ে দু’একদিনের মধ্যে যুক্তরাষ্ট্র যাচ্ছেন সাকিব আল হাসান।  

প্রথম সন্তানের আগমনের প্রহর গুণছে সাকিব দম্পতি। খুব বেশি দেরিও নেই। তাই সময়টা স্ত্রীর পাশে যতটুকু সম্ভব থাকতে চান সাকিব। সেই কারণেই ছুটি নিচ্ছেন সাকিব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে ছুটির আবেদন করার পর শনিবার তা মঞ্জুর করা হয়েছে।

বিসিবির সিইও নিজামুদ্দিন গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাকিবের ছুটি মঞ্জুর করা হয়েছে। তবে দলের স্বার্থে যেকোন মুহূর্তে তিনি দেশে ফিরে আসবেন।

এমআর/আরআইপি