ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

পুরোনো সুইমিং কমপ্লেক্সের নতুন শুরু

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০২:৩৭ পিএম, ০২ জানুয়ারি ২০২০

দেশের সাঁতারের প্রধান ভেন্যু মিরপুর সুইমিং কমপ্লেক্সের পুলে সংস্কারের ছোঁয়া লাগলো আরেকবার। ১৯৯৩ সালে নির্মিত এই কমপ্লেক্স আগে ২০১০ সালে একবার সংস্কার হয়েছিল। আরেকবার হলো সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে।

অত্যাধুনিকভাবে সংস্কারের পর আজ (বৃহস্পতিবার) দুপুরে পুলের উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। উদ্বোধনের মধ্য দিয়ে নতুনভাবে শুরু করলো পুরনো সুইমিং কমপ্লেক্স।

দুই বছর আগে জাতীয় ক্রীড়া পরিষদ সুইমিং কমপ্লেক্সটির বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছিল। ২০১৯ সালের ডিসেম্বরে শেষ হয়েছে সেই সংস্কার কাজ। সংস্কার কাজের অন্যতম নতুন স্কোরবোর্ড স্থাপন।

এলইডি স্কোরবোর্ড স্থাপন ছাড়াও হোস্টেল ৪ থেকে ৬ তলা করা হয়েছে, লিফট স্থাপন করা হয়েছে, ভিভিআইপি বক্স তৈরি করা হয়েছে, পুলের পুরোনো টাইলস উঠিয়ে নতুন টাইলস বসানো হয়েছে। বসানো হয়েছে ওয়াটার ক্যামেরা। গ্যালারিতে বসেছে শেড।

ইলেকট্রনিক্স স্কোরবোর্ডসহ পুরো সংস্কারের জন্য ব্যয় হয়েছে ১২ কোটি ৫৮ লাখ টাকা। এই সাড়ে ১২ কোটি টাকায় দেশের প্রধান সুইমিং কমপ্লেক্সটি সেজেছে নতুন করে। ১৯৯৩ সালে ঢাকা এসএ গেমসকে সামনে রেখে স্থাপিত করা হয়েছিল এই সুইমিং পুল।

সাঁতারুদের দীর্ঘদিনের দাবি ছিল নতুন স্কোরবোর্ড নির্মাণের। ফেডারেশনেরও তাগাদা ছিল। অবশেষে সাঁতারের দীর্ঘদিনের একটা দাবি পূরণ হয়েছে সুইমিং কমপ্লেক্স সংস্কারের মধ্যে দিয়ে।

উদ্বোধনকালে বাংলাদেশ সাতার ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনীর প্রধান রিয়াল এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিমসহ বাংলাদেশ সাঁতার ফেডারেশনের উদ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরআই/এসএএস/জেআইএম