ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

অস্ট্রেলিয়া সফর নিয়ে বিসিবির আনুষ্ঠানিক বিবৃতি

প্রকাশিত: ০৫:৩৮ এএম, ০১ অক্টোবর ২০১৫

অনিশ্চয়তার কালো মেঘ অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরে। শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর বাতিল হওয়ার শঙ্কা জেগেছে। এমন অবস্থায় অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ নিয়ে চলমান অস্থিরতার প্রসঙ্গে এবার আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরে আসার কথা ছিল সোমবার। কিন্তু সফরের মাত্র দুই দিন আগে অস্ট্রেলিয়ান পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক অধিদপ্তর (ডিএফএটি) বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলায় ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের দলের সফর স্থগিত করে। ফলে, বাংলাদেশের নিরাপত্তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

তবে, এ ব্যাপারে বিসিবি এবার তাদের আনুষ্ঠানিক বিবৃতি পাঠিয়েছে গণমাধ্যমে। বিসিবির মতে, পুরোপুরি নিরাপত্তার মধ্য দিয়েই আয়োজন করা হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুটি টেস্ট ম্যাচ।

এছাড়া, বাংলাদেশ সফরের ব্যাপারে খুব শীঘ্রই অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড থেকে একটি নির্দিষ্ট তারিখ জানানো হবে বলে আশা প্রকাশ করেছে বিসিবি।

Capture

এমআর/আরআইপি