ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বাংলাদেশ সফর কঠিন হয়ে গেছে : লেহম্যান

প্রকাশিত: ০৫:০৫ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৫

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর এখন প্রায় অনিশ্চিত। তবে অস্ট্রেলিয়া দলের কোচ ড্যারেন লেহম্যান ব্যক্তিগতভাবে এ সফরে আসতে আগ্রহী। তারুণ্যনির্ভর নবীন এই দলকে যাচাই করতে বাংলাদেশে আসতে চাচ্ছেন এই অস্ট্রেলিয়ান।

স্থানীয় ৫এএ রেডিওকে লেহম্যান বলেন, প্রস্তাবিত বাংলাদেশ সফরটি না হলে তিনি হতাশ হবেন। তবে নিজ দলের খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টিই তার কাছে প্রথম বলেও মন্তব্য করেন তিনি।

গত সোমবার (২৮ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়া দলের কিছু সদস্যের বাংলাদেশে এসে পৌঁছানোর কথা ছিল। সময় যেভাবে দ্রুত শেষ হয়ে যাচ্ছে তাতে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরটা কিছুটা কঠিন হয়ে গেছে বলে মন্তব্য করেন এই সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

ইতোমধ্যেই প্রাদেশিক দলগুলোতে অনুশীলন শুরু করতে নির্দেশ দেয়া হয়েছে অস্ট্রেলিয়া টেস্ট দলে থাকা ক্রিকেটারদের। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই একটি সিদ্ধান্ত গৃহীত হবে বলে আশা করছেন লেহম্যান।

অস্ট্রেলিয়ার প্রধান কোচ বলেন, ‘খেলোয়াড় এবং সাপোর্টিং স্টাফদের নিরাপত্তার বিষয়ে আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমরা এখনো সিরিজের অপেক্ষায় আছি। নিরাপত্তা দলের সদস্যরা বাংলাদেশ থেকে ফিরেছেন। অতএব আমাদের মতো তারাও বোর্ডের সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। আশা করছি ২৪ ঘণ্টার মধ্যেই আমরা একটা উত্তর পাবো।’

আরটি/বিএ