ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

রেকর্ডের পথে ক্যাসিয়াস

প্রকাশিত: ০২:২১ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৫

উয়েফা চ্যাম্পিয়নস লিগে চলতি মৌসুমের গ্রুপপর্বের প্রথম ম্যাচে পোর্তোর হয়ে মাঠে নেমে জাভি হার্নান্দেজের রেকর্ড ছুঁয়ে ফেলেছেন ইকার ক্যাসিয়াস।

আর মঙ্গলবার চেলসির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমে দ্বিতীয় ম্যাচে মাঠে নামার মধ্য দিয়ে নতুন একটি রেকর্ড গড়তে যাচ্ছেন রিয়ালের প্রাক্তন এই গোলরক্ষক।

চ্যাম্পিয়নস লিগে ১৫২ ম্যাচে মাঠে নামার মধ্য দিয়ে তিনি জাভির গড়া রেকর্ডটি ভাঙতে যাচ্ছেন। হয়ে যাবেন চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড়।

তবে সবকিছু নির্ভর করছে আজকের ম্যাচে ক্যাসিয়াসের মাঠে নামার মধ্যে। তিনি মাঠে নামলে রেকর্ডটি হয়ে যাবে। আর না নামলে হবে না।

এসকেডি/এমএস