ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

এফএ কাপে গোলরক্ষকের নাটকীয় গোল (ভিডিও)

প্রকাশিত: ১০:২১ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৫

টিক টিক করে ঘড়ির কাটা এগিয়ে চলছে। খেলা শেষ হতে আর কয়েক মুহূর্ত বাকি। এফএ কাপের বাছাই পর্বের দ্বিতীয় লেগের খেলায় মুখোমুখি উরচেস্টার সিটি এবং হোলবিচ ইউনাইটেড। শেষ মুহুর্তে ফ্রি-কিক পেল হোলবিচ। কিন্তু তাদের প্রয়োজন অলৌকিক কোনো ঘটনা। আর তাই হলো! গোলরক্ষক রিকি দ্রুরির মাথার উপর থেকে ভলি। উল্লাসে মেতে উঠলো দল। নাটকীয় গোলে পরের রাউন্ড নিশ্চিত করলো হোলবিচ।

উরচেস্টার সিটির মাঠে দ্বিতীয় লেগের খেলায় ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ গোলের সমতায় শেষ হয়। আর এতেই পরের রাউন্ডের টিকেট পেয়ে যায় হোলবিচ ইউনাইটেড।



আরটি/একে/পিআর