ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধানের বৈঠক আজ

প্রকাশিত: ০৩:১১ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৫

নিরাপত্তা ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে আজ (সোমবার) বৈঠক করবেন অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের নিরাপত্তা প্রধান শন ক্যারল। এর আগে গতকাল রোববার অস্ট্রেলীয় দূতাবাসে বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে এক বৈঠকে মিলিত হন ক্যারল।

বৈঠক শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, আগামীকাল (সোমবার) এ বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে সরকারের একটি গোয়েন্দা সংস্থার সঙ্গেও বৈঠক করবেন অস্ট্রেলিয়ার এ নিরাপত্তা কর্মকর্তা।

রোববার মন্ত্রণালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, জঙ্গি হামলা নিয়ে অস্ট্রেলিয়ার করা আশঙ্কা ভিত্তিহীন। আশা করি অস্ট্রেলিয়া ক্রিকেট দল মত বদলাবে, তারা খেলতে আসবে।

নিরাপত্তার ব্যাপারে বাংলাদেশের তরফ থেকে কোনো সমস্যা নেই উল্লেখ করে অস্ট্রেলীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

উল্লেখ্য, আজ (সোমবার) বাংলাদেশের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল স্টিভেন স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রেলীয় ক্রিকেট দলের। তবে অস্ট্রেলীয় নাগরিকদের জন্য বাংলাদেশকে ‘অনিরাপদ’ হিসেবে উল্লেখ করে দেশটির পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক অধিদফতর (ডিএফএটি) গত শুক্রবার যে প্রতিবেদন প্রকাশ করেছে, তারই ফলশ্রুতিতে বাংলাদেশ সফরের ব্যাপারে আপাতত ‘ধীরে চলা’র নীতি গ্রহণ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

আরএস/এমএস