ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

এবার ম্যাচের টিকিটে ডালমিয়ার ছবি

প্রকাশিত: ০৪:৩১ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৫

ইডেনে অনুষ্ঠিতব্য ভারত ও দক্ষিণ আফ্রিকার টি-২০ ম্যাচের টিকিটে সদ্য প্রয়াত সিএবির প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার ছবি থাকবে। শনিবার এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয় সিএবি।

বৈঠক শেষে গণমাধ্যমকে জানানো হয়, প্রয়াত সিএবি সভাপতি জগমোহন ডালমিয়ার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ওই ম্যাচের টিকিটে ডালমিয়ার দেয়া হবে৷

এর আগে অন্যভাবে শ্রদ্ধা নিবেদন করা হলেও টিকিটে ছবি সেঁটে কাউকে শ্রদ্ধা জানানো হয়নি৷ ডালমিয়ার ক্ষেত্রে এটাই হতে চলেছে৷পাশাপাশি প্রথাও ভাঙতে চলেছে সিএবি৷

দীর্ঘদিন সিএবি-র সভাপতি ছিলেন তিনি৷সেক্ষেত্রে ডালমিয়ার জন্য নিয়ম ভাঙতে রাজি হয়েছে সিএবি৷ সৌরভরা মনে করছেন ম্যাচের টিকিটে ডালমিয়ার ছবি থাকলে প্রয়াত সভাপতিকে সবচেয়ে ভালোভাবে শ্রদ্ধা জানানো হবে৷

টিকিটে ছবি ছাড়াও প্রয়াত সভাপতিকে শ্রদ্ধা জানাতে আরো কিছু পরিকল্পনা করেছে সিএবি৷ যদিও এখনও তারা তা খোলসা করেননি৷

এসকেডি/এমএস