ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ড্র করে দ্বিতীয়স্থানে রিয়াল

প্রকাশিত: ০২:৫৬ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৫

টানা চার জয়ে লা লিগার শীর্ষস্থানে উঠে আসা রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে মালাগার সঙ্গে গোলশূন্য ড্র করায় দ্বিতীয়স্থানে নেমে যেতে হলো রাফায়েল বেনিতেসের দলটিকে।

শনিবার বাংলাদেশ সময় রাত সোয়া দশটায় নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ১৯ নম্বরে থাকা মালাগার মুখোমুখি হয় ক্রিস্টিয়ানো রোনালদো-করিম বেনজেমাদের রিয়াল।

গোলের অনেক সুযোগ তৈরি হলেও তা কাজে লাগাতে পারেননি রোনালদো-বেনজেমারা। ফলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় রিয়ালকে। আর রিয়াল মাদ্রিদের এই ড্রয়ের ফলে লা লিগায় শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে বার্সেলোনা ।

এসকেডি/এমএস