ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বিসিসিআই’র নেতৃত্বের দৌড়ে অমিতাভ, নেপথ্যে শ্রীনিবাসন

প্রকাশিত: ০৪:০৯ এএম, ২৩ সেপ্টেম্বর ২০১৫

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি জগমোহন ডালমিয়ার মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ‘গ্লোবাল পাওয়ার হাউজ’- খ্যাত বিসিসিআই’র নেতৃত্ব নিয়ে শুরু হয়ে গেছে বাকযুদ্ধ। সোমবার থেকেই নানামুখি প্রতিদ্বন্দ্বিতা নানা রকম ভবিষ্যৎবাণী আসতে শুরু করে।

ডালমিয়ার মৃত্যুর পর বিসিসিআই’র প্রেসিডেন্ট হিসেবে আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্ল এবং এনসিপি প্রধান তথা মুম্বাই ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট শরদ পওয়ার। কিন্তু ডালমিয়ার অন্ত্যেষ্টির চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতে তৃতীয় নাম হিসেবে ঢুকে পড়ল বোর্ডের যুগ্ম সচিব অমিতাভ চৌধুরী। আর রাতারাতি অমিতাভ চৌধুরীর নাম উঠে আসার পিছনে যিনি রয়েছেন, তিনি নারায়ণস্বামী শ্রীনিবাসন।

আইসিসি চেয়ারম্যানের পদ সুরক্ষিত রাখার জন্য পওয়ার বা শুক্লর সঙ্গে গাঁটছড়া বাঁধার চেয়ে অমিতাভকে দাঁড় করানো শ্রীনির কাছে অনেক বেশি লাভজনক। কারণ, বোর্ড যুগ্ম-সচিব শ্রীনির বিশ্বস্তদের একজন।  অমিতাভকে কোনও ভাবে প্রেসিডেন্ট করে দিতে পারলে, তাঁর আইসিসির চেয়ার নিয়ে টান পড়ার সম্ভাবনা থাকবে না।

ডালমিয়ার তত্ত্বও তুলে আনা হচ্ছে। বলাবলি চলছে, ডালমিয়া বরাবর চাইতেন পূর্বাঞ্চলের টার্ম মানে, পূর্বাঞ্চল থেকেই প্রেসিডেন্ট নির্বাচন হওয়া উচিত। তিনি প্রয়াত হয়েছেন বলে তাঁর তত্ত্বকেও বাতিল করতে হবে, মানে নেই। আর গোটা পূর্বাঞ্চলে এই মুহূর্তে নাকি প্রাক্তন আইপিএস অফিসার ও বোর্ড রাজনীতিতে অভিজ্ঞ অমিতাভ ছাড়া কেউ তেমন নেই।

এমআর/এমএস