ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

নারী ক্রিকেট দলের পাকিস্তান সফরে সরকারের অনুমোদন

প্রকাশিত: ০৭:২৪ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৫

পাকিস্তান সফরের জন্য বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার সরকারের পক্ষ থেকে এ অনুমোদন দেয়া হয়।এর আগে নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে বাংলাদেশ দলের সফর স্থগিত করা হয়েছিল।

এর আগে ১৫ সদস্যের নারী ক্রিকেট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঈদের দু-একদিন পরেই পাকিস্তান যাবে মহিলা দল। অধিনায়ক হিসেবে থাকছেন যথারীতি সালমা খাতুন। আউয়াল চৌধুরী বুলু রোববার ক্রিকেট বোর্ডের নিকট মহিলা দলের চুড়ান্ত তালিকা জমা দেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির নারী ক্রিকেট শাখাও বিষয়টি নিশ্চিত করে।  

দলে জায়গা পেয়েছেন- রুমানা আহমেদ, লতা মণ্ডল, খাদিজাতুল কোবরা, ফারজানা হক, সালমা খাতুন, পান্না ঘোষ, লিলি রাণী বিশ্বাস, রিতু মণি, জাহানারা আলম, আয়শা রহমান, ফাতেমা খাতুন, শারমীন সুলতানা সুপ্তা, নিগার সুলতানা, শাহনাজ পারভীন ও শামীমা সুলতানা।

এএইচ/পিআর