ভারতের চোখ ক্রোয়েশিয়ায়, বাংলাদেশের দৌড় ভুটান পর্যন্ত
বাংলাদেশের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলতে শুক্রবার ঢাকায় আসছে ভুটান। ২৯ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে ম্যাচ দুটি। বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে কাতার ও ভারতের বিপক্ষে মাঠে নামার আগে প্রস্তুতি খেলার জন্য ভুটানকে আতিথেয়তা দিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যদিও ভুটান প্রথমে এ ম্যাচ খেলতে রাজি ছিল না। তাদের অনুরোধ করেই আনছে বাফুফে।
ম্যাচ কম খেলায় দিনদিন র্যাংকিংয়ে অবনতি হচ্ছে বাংলাদেশের। বাফুফে সভাপতিও গণমাধ্যমের কাছে স্বীকার করেছেন ‘ম্যাচ না খেললে র্যাংকিং পেছাবেই।’ তাহলে বাফুফে কেন বেশি বেশি ম্যাচ আয়োজন করে না? মাঝেমধ্যেই উদ্যোগ নেয়; কিন্তু দিনশেষে সে উদ্যোগ যায় বিফলে। ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে প্রতিপক্ষই পায় না বাফুফে। এই যেমন ভুটানও এখন বাংলাদেশের সঙ্গে ম্যাচ খেলতে সহসা রাজী হয় না।
কাতার ও ভারতের বিপক্ষে ম্যাচের আগে প্রস্তুতির জন্য সিঙ্গাপুর ও মালয়েশিয়াকে নাকি আমন্ত্রণ জানিয়েছিল বাফুফে। যেখানে ভুটানকে রাজী করাতেই গলদঘর্ম হতে হয় সেখানে সিঙ্গাপুর, মালয়েশিয়া কি করে বললেই চলে আসে? তাইতো ম্যাচ খেলার জন্য বাংলাদেশের দৌড় থেমেছে ভুটানেই।
অথচ পড়শি দেশ ভারত ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে যাচ্ছে বিশ্বকাপ রানার্সআপ ক্রোয়েশিয়ার সঙ্গে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছর ২৩ ও ৩১ মার্চ হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ক্রোয়েশিয়া এবং ভারত।
অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক কুশল দাস সম্প্রতি ক্রোয়েশিয়া সফর করে সে দেশের ফুটবল ফেডারেশনের প্রধান ডেভর সুকরের সঙ্গে প্রীতি ম্যাচ দুটো নিয়ে আলোচনা করেছেন। কুশল দাসের বরাত দিয়ে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবরটি প্রকাশ করেছে।
ফিফা ফ্রেন্ডলি ম্যাচের জন্য ক্রোয়েশিয়াকে পেতে ভূমিকা রেখেছেন ভারতের বর্তমান কোচ ইগোর স্টিমাক। এ আলোচনার সময় ক্রোয়েশিয়ার সাবেক এই ফুটবলারও উপস্থিত ছিলেন।
আরআই/আইএইচএস/এমএস