ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

দ. আফ্রিকার বিপক্ষে ভারত দল ঘোষণা

প্রকাশিত: ১০:১৮ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৫

মহেন্দ্র সিং ধোনিকে অধিনায়ক করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও প্রথম তিনটি ওয়ানডে ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। রোববার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দল ঘোষণা করে বিসিসিআই।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সুযোগ পেয়েছেন অভিজ্ঞ স্পিনার হরভজন সিং। এছাড়া প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে সুযোগ পেয়েছেন ফাস্ট বোলার শ্রীনাথ আরবিন্দ। আর ওয়ানডেতে প্রথমবারের মতো ডাক পেলেন অলরাউন্ডার গুরকিরাত মান। তারা দু’জনই বর্তমানে বাংলাদেশ `এ` দলের বিপক্ষে ভারতীয় `এ` দলের হয়ে খেলছেন।
 
এছাড়া ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের কোনটিতেই সুযোগ পাননি অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা।

উল্লেখ্য, এই সফরে প্রোটিয়াদের বিপক্ষে ৩টি টি-টোয়েন্টি, ৫টি ওয়ানডে ও ৪টি টেস্ট ম্যাচ খেলবে ভারত।

টি-টোয়েন্টি দল: মহেন্দ্র সিং ধোনি, শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, সুরেশ রায়না, আজিঙ্কা রাহানে, আম্বাতি রাইডু, স্টুয়ার্ট বিনি, রবিচন্দ্রন অশ্বিন, আক্সার প্যাটেল, হরভজন সিং, ভুবনেশ্বর কুমার, মোহিত শর্মা, অমিত মিশ্র ও এস আরবিন্দ।

প্রথম তিনটি ওয়ানডের দল: মহেন্দ্র সিং ধোনি, শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আম্বাতি রাইডু, সুরেশ রায়না, আজিঙ্কা রাহানে, স্টুয়ার্ট বিনি, রবিচন্দ্রন অশ্বিন, আক্সার প্যাটেল, গুরকিরাত সিং মান, অমিত মিশ্র, ভুবনেশ্বর কুমার, মোহিত শর্মা ও উমেশ যাদব।

এমআর