ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আর্সেনালকে হারিয়ে জয়ে ফিরলো চেলসি

প্রকাশিত: ০৫:২০ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৫

ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম পাঁচ ম্যাচে মাত্র একটি জয় ছিল বর্তমান চ্যাম্পিয়ন চেলসির। এই পরিসংখ্যান নিয়ে আর্সেনালের সঙ্গে খেলতে নেমে জয় তুলে নিয়েছে ব্লুজরা। কার্ট জুমা এবং এডেন হ্যাজার্ডের গোলে ২-০ গোলে গানারদের হারিয়েছে তারা।  

শনিবার রাতে ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে হাইভোল্টেজ এই ম্যাচে শুরু থেকেই উত্তেজনা ছড়িয়ে পরেছিল। দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে।

২৪ মিনিটে ডি বক্সের বাইরে থেকে দারুণ শট নিয়েছিলেন দিয়াগো কস্তা। কিন্তু তার শট ঝাঁপিয়ে পড়ে ফিরিয়ে দেন পুরনো ক্লাবের মাঠে ফেরা আর্সেনাল গোলরক্ষক পিটার চেক।

পাঁচ মিনিট পর দলকে এগিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন আর্সেনালের থিও ওয়ালকট। কিন্তু তার শট ঠেকিয়ে দেন চেলসি গোলরক্ষক। দুই মিনিট পর এগিয়ে যাবার সহজ সুযোগ পায় চেলসি। গোল মুখে চেক ফাব্রেগাসের হাওয়ায় ভাসানো পাস ধরলেও নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হন পেদ্রো।

এরপর আরও বেশ কয়েকটি ভালো আক্রমণ করলেও তা থেকে গোল আদায় করতে পারেনি চেলসি। ফলে গোল শূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল। তবে বিরতির আগে শেষ মুহূর্তে বড় ধাক্কা খায় আর্সেনাল। আর্সেনালের গাব্রিয়েল পাউলিস্তা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল খেয়ে বসে এক জন কম নিয়ে খেলা আর্সেনাল। ফেব্রেগাসের ফ্রি কিক থেকে দারুণ হেডে বল জালে জড়ান কার্ট জুমা।

৭৯তম মিনিটে আর্সেনালের আরও একজন খেলোয়াড় বহিষ্কার হলে কার্যত শেষ হয়ে যায় আর্সেনালের ম্যাচে ফেরার স্বপ্ন। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সান্তি কাসোরলা। 

দুই জন কম নিয়ে যোগ করা সময়ে দ্বিতীয় গোল খায় আর্সেনাল। ডি বক্সের মাঝে জটলা থেকে বল পেয়ে এডেন হ্যাজার্ড জোরালো শট করলে তা ডিফেন্ডার কালাম চেম্বার্সের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।

আরটি/এআরএস/এমএস