ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

টেনিসে পপি আক্তারের দ্বিমুকুট

প্রকাশিত: ০১:৫৪ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৫

বেঙ্গল প্লাস্টিক এশিয়ান অনূর্ধ্ব ১৪ সিরিজ টেনিস প্রতিযোগিতার বালিকা বিভাগে শিরোপা জয় করেছেন পপি আক্তার। একক এবং দ্বৈত উভয় ফাইনালে জয় পেয়ে দ্বিমুকুট লাভ করেন বাংলাদেশের এই কিশোরী।

বালিকা এককের ফাইনালে পপি আক্তার ৪-৬, ৬-২ ও ৭-৫ গেমে ফাবিহা লামিসা সুচনাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। আর বালিকা দ্বৈতের খেলায় পপি ও ইতি জুটি ৬-০ ও ৬-২ গেমে  জলি ও তৃপ্তি জুটিকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হন।

এছাড়া একই দিনে বালক বিভাগের একক এবং দ্বৈতের সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। বালক এককের সেমিফাইনালে মো. ইসতিয়াক ৩-৬, ৬-৪ ও ৬-২ গেমে স্বাধীন হোসনকে পরাজিত করে ফাইনালে উঠে। অপর সেমিফাইনালে মেহেদী হাসান ৭-৫, ৩-৬ ও ৬-৪ গেমে নাইমুল ইসলামকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়।

বালক দ্বৈতের সেমিফাইনালে ইসতিয়াক ও নাইমুর জুটি ৭-৫ ও ৬-২ গেমে মেহেদী হাসান ও সৈকত জুটিকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। অপর সেমিফাআইনালে হৃদয় ও অর্নব জুটি ৬-৩ ও ৭-৫ গেমে স্বাধীন ও রাকিব জুটিকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। শুক্রবার সকাল সাড়ে ৯টায় বালক এককের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

আরটি/ এসকেডি/পিআর